৭৬. শ্রমিকদের আন্দোলনের প্রাথমিক পর্যায়ে কি হতে পারে?
র) বিষয়ের স্বপক্ষে বক্তব্য উপস্থাপন
রর) আলোচনা
ররর) গণসংযোগ
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর: ঘ) র, রর ও ররর
৭৭. সতীদাহ প্রথা কি?
ক) মৃত স্বামীর সাথে স্ত্রীর সহমরণ
খ) স্বামীর সাথে তীর্থস্থানের সহ যাত্রা
গ) স্বামী কর্তৃক স্ত্রী দাহ করা
ঘ)সতী-সাধ্বী নারীকে আগুন দিয়ে পুড়িয়ে মারা
উত্তর:ক) মৃত স্বামীর সাথে স্ত্রীর সহমরণ
৭৮. সতীদাহ উচ্ছেদ আইন পাস হয় কত শতকে?
ক) অষ্টাদশ শতকে খ) ঊনবিংশ শতকে
গ) বিংশ শতকে ঘ) একবিংশ শতকে
উত্তর: খ) ঊনবিংশ শতকে
৭৯. সতীদাহ প্রথা উচ্ছেদের অন্যতম পুরোধা কে ছিলেন?
ক) রাজা রামমোহন রায়
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) লর্ড বেন্টিঙ্ক
ঘ) বেগম রোকেয়া
উত্তর: ক) রাজা রামমোহন রায়
৮০. রাজা রামমোহন রায় কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৭৫০ সালে খ) ১৭৬৯ সালে
গ) ১৭৭২ সালে ঘ) ১৭৭৫ সালে
উত্তর:গ) ১৭৭২ সালে
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৮১ ও ৮২ নং প্রশ্নের উত্তর দাও।
কবিরপুর একটি নিভৃত পলস্নী গ্রাম। এখানকার অধিকাংশ মানুষ নিরক্ষর। গ্রামের অধিবাসীরা অধিকাংশই আধুনিক জীবনযাত্রা থেকে বিচ্ছিন্ন।
গ্রামের উচ্চশিক্ষিত ছেলে সিয়াম গ্রামবাসীর নিরক্ষরতা, কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি ইত্যাদি নিরসনকল্পে "এসো পড়ি" নামে একটি সংগঠন গড়ে তুলে গ্রামবাসীকে শিক্ষিত করার কাজ করে যাচ্ছেন।
৮১. উদ্দীপকের সিয়ামের কার্যক্রম একটি-
ক) সামাজিক কার্যক্রম
খ) সামাজিক আন্দোলন
গ) সামাজিক নিয়ন্ত্রণ
ঘ) সামাজিক পরিবর্তন
উত্তর: খ) সামাজিক আন্দোলন
৮২. সিয়ামের উক্ত কার্যক্রমের মাধ্যমে গ্রামবাসীর-
র) ইতিবাচক পরিবর্তন হবে
রর) সামাজিক উন্নয়ন হবে
ররর) সমাজ সংস্কার হবে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর: ঘ) র, রর ও ররর
৮৩. রাজা রামমোহন রায়ের জন্ম ভারতের-
ক) রাধানগরে খ) মেদিনীপুর
গ) বীরসিংহ ঘ) ১৮৫৭ সালে
উত্তর: ক) রাধানগরে
৮৪. ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে?
ক) রাজা রামমোহন রায়
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) লর্ড বেন্টিঙ্ক
ঘ) বেগম রোকেয়া
উত্তর: ক) রাজা রামমোহন রায়
৮৫. কত সালে ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা হয়?
ক) ১৮২৮ সালে খ) ১৮২৯ সালে
গ) ১৮৫৬ সালে ঘ) ১৮৫৭ সালে
উত্তর: ক) ১৮২৮ সালে
৮৬. বিধবা বিবাহ আইন প্রণীত হয় কত সালে?
ক) ১৮২৮ সালে খ) ১৮২৯ সালে
গ) ১৮৫৬ সালে ঘ) ১৮৫৭ সালে
উত্তর: গ) ১৮৫৬ সালে
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৮৭ ও ৮৮ নং প্রশ্নের উত্তর দাও।
৮৭. উদ্দীপকের '?" প্রশ্নবোধক চিহ্নিতটিতে কোনটি বসবে?
ক) সামাজিক কার্যক্রম
খ) সামাজিক আন্দোলন
গ) সমাজ সংস্কার
ঘ) সমাজসেবা
উত্তর: গ) সমাজ সংস্কার
৮৮. উক্ত বিষয়ের মাধ্যমে-
র) সমাজের উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত হবে
রর) সমাজের কুসংস্কার ও কু-প্রথা দূর হবে
ররর) সমাজ পিছিয়ে পড়বে
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর: ক) র ও রর
৮৯. বিধবা বিবাহ আইন প্রণয়নে কার অবদান অগ্রগণ্য?
ক) রাজা রামমোহন রায়
খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ) লর্ড বেন্টিঙ্ক
ঘ) বেগম রোকেয়া
উত্তর: খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়