বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

এসএসসি পরীক্ষার প্রস্তুতি

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
  ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
এসএসসি পরীক্ষার প্রস্তুতি
এসএসসি পরীক্ষার প্রস্তুতি

'মমতাদি'

২৬. 'মমতাদি' গল্পে কাজের খোঁজে আসা মেয়েটি কখন এসেছিল?

ক. সকালে খ. দুপুরে

গ. বিকালে ঘ. সন্ধ্যায়

উত্তর: ক. সকালে

২৭. মমতাদি কাজ খুঁজতে আসার সময় কোন ঋতু বিরাজ করছিল?

ক. গ্রীষ্মকাল খ. বর্ষাকাল

গ. শীতকাল ঘ. বসন্তকাল

উত্তর: গ. শীতকাল

২৮. 'মমতাদি' গল্পে সংকোচ একেবারেই হারিয়ে ফেলেছে কে?

ক. স্কুলপড়ুয়া ছেলেটি খ. মমতাদি

গ. বাড়ির কর্ত্রী ঘ. মমতার স্বামী

উত্তর: খ. মমতাদি

২৯. মমতাদির বয়স কত বলে অনুমিত হয়?

ক. বিশ খ. তেইশ

গ. ত্রিশ ঘ. তেত্রিশ

উত্তর: খ. তেইশ

৩০. মমতাদি কপালের ক্ষত চিহ্নটি স্কুলপড়ুয়া ছেলেটির কাছে কী মনে হয়?

ক. ভয়ংকর এক গর্ত খ. চামড়া ওঠা ঘা

গ. আন্দাজে পরা টিপ ঘ. সাদা রঙের প্রলেপ

উত্তর: গ. আন্দাজে পরা টিপ

৩১. মমতাদি রান্না ছাড়াও আর কী করতে চায়?

ক. শিশুদের দেখাশোনা খ. ছোট ছোট কাজ

গ. কাপড়-চোপড় ধোয়া ঘ. গবাদিপশু পালন

উত্তর: খ. ছোট ছোট কাজ

৩২. মমতাদি কোথায় থাকে?

ক. জীবনময়ের গলিতে খ. ভুবনময়ের গলিতে

গ. মুখুয্যেবাড়িতে ঘ. লেখকের বাড়িতে

উত্তর: ক. জীবনময়ের গলিতে

৩৩. বাসায় মমতাদির কয়টি ছেলেমেয়ে আছে?

ক. একটি খ. দুইটি

গ. তিনটি ঘ. চারটি

উত্তর: ক. একটি

৩৪. মমতাদির স্বামীর কয় মাস যাবৎ চাকরি নেই?

ক. এক মাস খ. দুই মাস

গ. তিন মাস ঘ. চার মাস

উত্তর: ঘ. চার মাস

৩৫. মমতাদি কাজ করতে গিয়ে কাজের উপদেশ না পেলে কী করতেন?

ক. বসে থাকতেন

খ. নিজের বুদ্ধি খাটিয়ে করতেন

গ. বাড়ির গিন্নির কাছে যেতেন

ঘ. কর্তাকে জিজ্ঞেস করতেন

উত্তর: খ. নিজের বুদ্ধি খাটিয়ে করতেন

৩৬. স্কুলপড়ুয়া ছেলেটি রাগ করে স্কুলে চলে কেন?

ক. মা বকুনি দেওয়ায়

খ. মমতাদি হুকুম না শোনায়

গ. মমতাদি উপেক্ষা করায়

ঘ. পানি চেয়ে না পাওয়ায়

উত্তর: গ. মমতাদি উপেক্ষা করায়

৩৭. কাজে লাগার কত দিন পর মমতাদির সাথে স্কুলপড়ুয়া ছেলেটির ভাব হয়?

ক. সপ্তাহখানেক পর খ. পনেরো দিন পর

গ. মাসখানেক পর ঘ. দুই মাস পর

উত্তর: ক. সপ্তাহখানেক পর

৩৮. স্কুলপড়ুয়া ছেলেটি মমতাদির গালে কয়টি দাগ দেখেছিল?

ক. একটি খ. দুইটি

গ. তিনটি ঘ. চারটি

উত্তর: গ. তিনটি

৩৯. মমতাদির গালে ফুটে ওঠা দাগ কিসের ছিল?

ক. চড়ের খ. মশার কামড়ের

গ. বসন্তের ঘ. কেটে যাওয়ার

উত্তর: ক. চড়ের

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে