জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন: কোনটি চার্জবিহীন? উত্তর: নিউট্রন প্রশ্ন: কোনটি সবচেয়ে মূল্যবান ধাতু? উত্তর: পস্নাটিনাম প্রশ্ন: ফিউজ তার কীসের সংকর? উত্তর: টিন ও সীসা প্রশ্ন: এক্সরে আবিষ্কার করেন কে? উত্তর: রন্টজেন প্রশ্ন: জীনের বংশগতির বৈশিষ্ট্য বহন করে- উত্তর: ক্রোমোসোম প্রশ্ন: উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত? উত্তর: নাটোর প্রশ্ন: সাবমেরিন ক্যাবল প্রযুক্তিতে কোন ধরনের মাধ্যম ব্যবহৃত হয়? উত্তর: অপটিক্যাল ফাইবার প্রশ্ন: কম্পিউটার ভাইরাস কী? উত্তর: একটি ক্ষতিকারক প্রোগ্রাম প্রশ্ন: সাবান উৎপাদন কারখানার উপজাত হিসেবে কী উৎপন্ন হয়? উত্তর: গিস্নসারিন প্রশ্ন: গ্রিন হাউজ ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে? উত্তর: নিম্নভূমি নিমজ্জিত হবে প্রশ্ন: 'অভ্র কী-বোর্ড' কে তৈরি করেন? উত্তর: মেহেদী হাসান প্রশ্ন: কী-বোর্ডের 'ফাংশন-কী' কয়টি? উত্তর: ১২টি প্রশ্ন: 'সুনামি' কোন দেশের শব্দ? উত্তর: জাপান প্রশ্ন: খাদ্যের উপাদান কয়টি? উত্তর: ৬টি প্রশ্ন: শর্করা বা কার্বোহাইড্রেট এর উপাদান কয়টি? উত্তর: ৩টি প্রশ্ন: বস্তুর ওজন কোথায় শূন্য হয়? উত্তর: ভূ-কেন্দ্রে প্রশ্ন: ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি? উত্তর: অ্যালুমিনিয়াম