এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
'রানার' ২৩. 'নতুন খবর আনার' কাজ নিয়েছে কে? ক. রাজনীতিবিদ খ. বুদ্ধিজীবী গ. রানার ঘ. ছাত্র সমাজ উত্তর: গ. রানার ২৪. 'রাত' শব্দটি 'রানার' কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ক. রাত্রি খ. আঁধার গ. অস্পষ্টতা ঘ. দুঃখের প্রহর উত্তর: ঘ. দুঃখের প্রহর ২৫. 'রানার' কবিতায় ব্যবহৃত 'সূর্য' কিসের প্রতীক? ক. সমৃদ্ধ ভবিষ্যতের খ. ডাক পৌঁছার গ. দিনের সূচনার ঘ. কাজ শেষ হওয়ার উত্তর: ক. সমৃদ্ধ ভবিষ্যতের ২৬. রানার পৃথিবীটাকে কী মনে করে? ক. আলোকময় খ. দুর্বিষহ গ. পুষ্পকশয্যা ঘ. কালো ধোঁয়া উত্তর: ঘ. কালো ধোঁয়া ২৭. রানারের পিঠে কিসের বোঝা? ক. চিঠির খ. খবরের গ. টাকার ঘ. দুঃখের উত্তর: খ. খবরের ২৮. রানার তার পিঠের টাকা ছুঁতে পাবে না কেন? ক. ভয়ে খ. দায়িতবোধের কারণে গ. ঘৃণায় ঘ. শ্রদ্ধায় উত্তর: খ. দায়িতবোধের কারণে ২৯. রানারের পথ চলায় রাত কেমন? ক. নির্জন খ. অন্ধকার গ. তারায় ভরা ঘ. আলোকময় উত্তর: ক. নির্জন ৩০. 'রানার' কবিতায় ব্যবহৃত 'কালো রাত্রির খাম' বলতে কী বোঝানো হয়েছে? ক. শোষণ বঞ্চনা খ. ক্লান্তি হতাশা গ. অবজ্ঞা অবহেলা ঘ. দুঃখে শোকে উত্তর: গ. অবজ্ঞা অবহেলা 'মমতাদি' ১. মানিক বন্দ্যোপাধ্যায় 'দিবারাত্রির কাব্য' লিখেন কত বছর বয়সে? ক. ২৯ খ. ২১ গ. ২৭ ঘ. ৩১ উত্তর: খ. ২১ ২. মমতাদি কত টাকা বেতন আশা করেছিল? ক. আট টাকার মতো খ. দশ টাকার মতো গ. বারো টাকার মতো ঘ. চৌদ্দ টাকার মতো উত্তর: গ. বারো টাকার মতো ৩. সকলে মমতাদির কোন গুণ দেখে খুশি হলো? ক. কাজের শৃঙ্খলা ও ক্ষিপ্রতা খ. বাকপটুতা গ. শিশুদের প্রতি মমতা ঘ. গৃহকর্ত্রীর প্রতি আনুগত্য উত্তর: ক. কাজের শৃঙ্খলা ও ক্ষিপ্রতা ৪. মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্ম গ্রহণ করেন? ক. ১৯০৪ সালে খ. ১৯০৫ সালে গ. ১৯০৮ সালে ঘ. ১৯০৭ সালে উত্তর: গ. ১৯০৮ সালে ৫. 'মমতাদি' গল্পে কে পেটের ব্যথায় সারারাত ঘুমায়নি? ক. মমতাদি খ. মমতাদির স্বামী গ. মমতাদির ছেলে ঘ. গল্পকথক উত্তর: গ. মমতাদির ছেলে ৬. মমতাদির বাড়িতে গিয়ে গল্পকথক কী খেল? ক. আম খ. কলা গ. লিচু ঘ. কমলালেবু উত্তর: ঘ. কমলালেবু ৭. গল্পকথক মমতাদির বাড়িতে কয়টি কমলালেবু খেল? ক. দুইটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি উত্তর: ক. দুইটি ৮. ছোট ছেলেটি মমতাদির বাড়িতে রোয়াকে কী পেতে বসল? ক. চেয়ার খ. ছোট টুল গ. মাদুর ঘ. পিঁড়ি উত্তর: গ. মাদুর ৯. 'বাছা' শব্দের অর্থ কী? ক. বেঁচে থাকা খ. অল্পবয়সী সন্তান গ. বয়সী লোক ঘ. জীবনযাপন উত্তর: খ. অল্পবয়সী সন্তান ১০. 'মমতাদি' গল্পে ব্যবহৃত 'অপ্রতিভ' শব্দের অর্থ কী? ক. রাগান্বিত খ. প্রতিভাধর গ. অপ্রস্তুত ঘ. মূর্খ উত্তর: গ. অপ্রস্তুত ১১. মমতাদির ঘরের সামনের রোয়াকটি কয় হাত চওড়া? ক. দুই হাত খ. তিন হাত গ. চার হাত ঘ. পাঁচ হাত উত্তর: ক. দুই হাত ১২. ছোট ছেলেটি মমতাদির বাড়িতে কোন ঘরে বসল? ক. বসার ঘরে খ. শোবার ঘরে গ. রান্না ঘরে ঘ. খাবার ঘরে উত্তর: খ. শোবার ঘরে ১৩. মমতাদির শোবার ঘরে কয়টি জানালা রয়েছে? ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি উত্তর: ক. দুটি ১৪. মমতাদির সংসারের সমস্ত জিনিস কোন ঘরে ঠাঁই পেয়েছে? ক. বসার ঘরে খ. রান্নাঘরে গ. শোবার ঘরে ঘ. খাবারঘরে উত্তর: গ. শোবার ঘরে ১৫. মমতাদির শোবার ঘরে চৌকির নিচে কী চোখে পড়ে? ক. ভাঙা থালা খ. মাটির কলস গ. বেতের বাস্কেট ঘ. টিনের বাক্স উত্তর: গ. বেতের বাস্কেট ১৬. মমতাদির ঘরে আগাগোড়া দড়ির ব্যান্ডেজ করা রয়েছে কিসে? ক. চেয়ারে খ. চৌকিতে গ. টেবিলে ঘ. বেতের বাস্কেটে উত্তর: গ. টেবিলে ১৭. মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কী? ক. মহানন্দ বন্দ্যোপাধ্যায় খ. হরিহর বন্দ্যোপাধ্যায় গ. প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় ঘ. গণেশ বন্দ্যোপাধ্যায় উত্তর: গ. প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় ১৮. মানিক বন্দ্যোপাধ্যায় বন্ধুদের সাথে বাজি ধরে কোন গল্প রচনা করেন? ক. মমতাদি খ.অতসীমামী গ. প্রাগৈতিহাসিক ঘ. চিহ্ন উত্তর: খ.অতসীমামী ১৯. মানিক বন্দ্যোপাধ্যায়ের 'অতসীমামী' নামক গল্পটি সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? ক. বিচিত্রা খ. বিজলী গ. শিখা ঘ. বিশ্বভারতী উত্তর: ক. বিচিত্রা ২০. কোন গল্পের মাধ্যমে লেখক হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায়ের নিয়তি নির্ধারিত হয়? ক. প্রাগৈতিহাসিক খ. অতসীমামী গ. মমতাদি ঘ. বড়দিদি উত্তর: খ. অতসীমামী ২১. মানিক বন্দ্যোপাধ্যায়ের অনার্স পাস করা হয়নি কেন? ক. দারিদ্র্যের কারণে খ. পরীক্ষায় ফেল করায় গ. লেখালেখিতে মগ্ন থাকায় ঘ. পরিবারের চাপে উত্তর: গ. লেখালেখিতে মগ্ন থাকায় ২২. কে লেখালেখিকেই জীবিকার একমাত্র উপায় হিসেবে গ্রহণ করেন? ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. মানিক বন্দ্যোপাধ্যায় গ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় ঘ. রণেশ দাশগুপ্ত উত্তর: খ. মানিক বন্দ্যোপাধ্যায় ২৩. মানিক বন্দ্যোপাধ্যায় কতটি উপন্যাস রচনা করেন? ক. বিশটি খ. ত্রিশটি গ. চলিস্নশটি ঘ. পঞ্চাশটির অধিক উত্তর: ঘ. পঞ্চাশটির অধিক ২৪. মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে মৃতু্যবরণ করেন? ক. ১৯৫৪ সালে খ. ১৯৫৫ সালে গ. ১৯৫৬ সালে ঘ. ১৯৫৭ সালে উত্তর: গ. ১৯৫৬ সালে ২৫. 'মমতাদি' গল্পে বর্ণিত গৃহকর্মীটির নাম কী? ক. মমতা খ. মমতাজ গ. মনি ঘ. মলিস্নকা উত্তর: ক. মমতা হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়