পঞ্চম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

আরিফ আনজুম, সহকারী শিক্ষক, আমতলী মডেল স্কুল, বগুড়া।
৪৮. একটি ছেলে গাছের পাতার চরকা বানাল। সে কোন গাছের পাতা ব্যবহার করল? ক. নারিকেল খ. বেল গ. তেতুল ঘ. বাঁশ উত্তর: নারিকেল ৪৯. নদীতে মাঝিরা পালতোলা নৌকা চালিয়ে যাত্রী পারাপার করে। কোন শক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকা চালানো হয়? ক. সৌরশক্তি খ. তড়িৎশক্তি গ. যান্ত্রিক শক্তি ঘ. বায়ু শক্তি উত্তর: বায়ু শক্তি ৫০. পলি গরমে বৈদু্যতিক পাথার বায়ুপ্রবাহ ব্যবহার করে শরীর ঠান্ডা করে। নিচের কোনটি বায়ু প্রবাহের ব্যবহার? ক. সাইকেলের টায়ার ফোলানো খ. চরকা ঘুরানো গ. আগুন নেভানো ঘ. ফুটবল ফোলানো উত্তর:চরকা ঘুরানো ৫১. চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়? ক. অক্সিজেন খ. কার্বন ডাইঅক্সাইড গ. নাইট্রোজেন ঘ. জলীয় বাষ্প উত্তর: নাইট্রোজেন ৫২. পর্বতারোহীরা সিলিন্ডারে কোন গ্যাস নিয়ে যান? ক. অক্সিজেনচ খ. কার্বন ডাইঅক্সাইড গ. নাইট্রোজেন ঘ. জলীয় বাষ্প উত্তর: অক্সিজেন ৫৩. কোন গ্যাস পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী? ক. অক্সিজেন খ. কার্বন ডাইঅক্সাইড গ. নাইট্রোজেন ঘ. জলীয় বাষ্প উত্তর: খ. কার্বন ডাইঅক্সাইড সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর প্রশ্ন:বায়ু দূষণ কাকে বলে? উত্তর: বায়ুর স্বাভাবিক উপাদান পরিবর্তন হওয়াকে বায়ু দূষণ বলে। প্রশ্ন:ইউরিয়া সার প্রস্তুত করা হয় কী দিয়ে? উত্তর: ইউরিয়া সার প্রস্তুত করা হয় নাইট্রোজেন থেকে। প্রশ্ন:আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? উত্তর: আগুন নেভানোর জন্য কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। প্রশ্ন:বায়ুর চারটি উপাদানের নাম লেখ। উত্তর: বায়ুর চারটি উপাদানের নাম হচ্ছে- নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প। প্রশ্ন:বায়ু দূষণ কাকে বলে? উত্তর: বিভিন্ন ধরনের পদার্থ যেমন- রাসায়নিক পদার্থ, গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে যখণ জীব ও প্রাকৃতিক পরিবেশের জন্য ক্ষতির কারণ হয় তখন তাকে বায়ু দূষণ বলে। প্রশ্ন:এসিড বৃষ্টি কী? উত্তর: কলকারখানার ধোঁয়া থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সাথে মিশে এসিড তৈরি করে এবং বৃষ্টির সাথে মাটিতে নেমে আসে। একে বলে এসিড বৃষ্টি। প্রশ্ন:টিনজাত ও প্যাকেটজাত খাবার (যেমন- চিপসের প্যাকেট) সংরক্ষণে কী ব্যবহৃত হয়? উত্তর: টিনজাত (যেমন- মাছ, মাংস ইত্যাদি) ও প্যাকেটজাত খাবার (যেমন- চিপসের প্যাকেট) সংরক্ষণে নাইট্রোজেন ব্যবহৃত হয়। প্রশ্ন:বায়ুর দুটি উপাদানের নাম লেখ। উত্তর: বায়ুর দুটি উপাদান হলো নাইট্রোজেন ও অক্সিজেন। প্রশ্ন:প্রাণী কী কাজে অক্সিজেন ব্যবহার করে? উত্তর: প্রাণী শ্বাসকার্যে অক্সিজেন ব্যবহার করে। প্রশ্ন:দূষিত বায়ু কাকে বলে? উত্তর: যে বায়ুতে রোগ জীবাণু, ধূলিকণা ও বিষাক্ত গ্যাস মিশে থাকে সে বায়ুকে দূষিত বায়ু বলে। প্রশ্ন:আমরা গরমের দিনে বৈদু্যতিক পাখা কেন ব্যবহার করি? উত্তর: শরীরকে ঠান্ডা রাখতে গরমের দিনে আমরা বৈদু্যতিক পাখা ব্যবহার করি। প্রশ্ন:নাইট্রোজেনের ব্যবহার উলেস্নখ কর। উত্তর: ইউরিয়া সার তৈরিতে এবং প্যাকেট বা টিনের কৌটায় বিভিন্ন খাদ্য যেমন-মাছ, মাংস, চিপস ইত্যাদি সংরক্ষণে বায়ুর নাইট্রোজেন ব্যবহৃত হয়। প্রশ্ন:কার্বন ডাইঅক্সাইডের একটি ব্যবহার উলেস্নখ কর। উত্তর: আগুন নেভানোর জন্য অগ্নি নির্বাপক যন্ত্রে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। প্রশ্ন:এসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব কী? উত্তর: এসিড বৃষ্টি উদ্ভিদ, প্রাণী, দালানকোঠা ও যন্ত্রপাতির জন্য অত্যন্ত ক্ষতিকর। প্রশ্ন:পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোন গ্যাস? উত্তর: পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য মূলত কার্বন ডাইঅক্সাইড গ্যাস দায়ী। প্রশ্ন:বায়ুতে কী থাকে? উত্তর: বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প থাকে। প্রশ্ন:বায়ু থেকে আমরা কী গ্রহণ করি? উত্তর: বায়ু থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি। প্রশ্ন:আমাদের শরীরে কীভাবে শক্তি উৎপন্ন হয়? উত্তর: অক্সিজেন আমাদের গ্রহণ করা খাদ্য ভেঙে শরীরে শক্তি উৎপাদন করে। প্রশ্ন:জ্বালানি পুড়িয়ে আমরা কী করি? উত্তর: জ্বালানি পুড়িয়ে আমরা শক্তি উৎপাদন করি যা কলকারখানা চালাতে, গাড়ি চালাতে ও বিদু্যৎ উৎপাদনে সাহায্যে করে। প্রশ্ন:শ্বাসকষ্টের রোগীদের কী দেওয়া হয়? উত্তর: শ্বাসকষ্টের রোগীদেরকে সিলিন্ডারের অক্সিজেন দেওয়া হয়। প্রশ্ন:ইউরিয়া সার কেন ব্যবহার করা হয়? উত্তর: ইউরিয়া সার গাছের বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়