জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন: কম্পিউটারে ডাটাবেজ তৈরির জন্য কোন সফটওয়্যারটি বেশি উপযোগী? উত্তর: এমএস এক্সেস প্রশ্ন: কী বোর্ডের কোন কবু টি সাধারণত ঐবষঢ় কবু হিসেবে ব্যবহৃত হয়? উত্তর: ঋ১ প্রশ্ন: ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয়? উত্তর: টাংস্টেন প্রশ্ন: কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি? উত্তর: নদী প্রশ্ন: কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষাকারী কী? উত্তর: ঋরৎবধিষষ প্রশ্ন: ভোল্টেজ উঠানামা রোধ করার জন্য কী ব্যবহার করা হয়? উত্তর: স্টাবিলাইজার প্রশ্ন: অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে? উত্তর: অভ্যন্তরীণ প্রতিফলন প্রশ্ন: একটি গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলো কোন নেটওয়ার্কে সংযুক্ত? উত্তর: খঅঘ প্রশ্ন: উইন্ডোজ কোন ধরনের অপারেটিং সিস্টেম? উত্তর: চিত্রভিত্তিক প্রশ্ন: অভিকর্ষ হলো বস্তুর উপর কোন বল? উত্তর: কেন্দ্রমুখী বল প্রশ্ন: মাল্টিমিডিয়া সফটওয়্যার- উত্তর: মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রশ্ন: দূরবর্তী স্থানে ইন্টারনেট সংযোগ দিতে কী ব্যবহার করা হয়? উত্তর: ঝধঃবষষরঃব প্রশ্ন: ডযরপয ফবারপব রং পধষষবফ ঝরষরপড় ঝধঢ়রবহং? উত্তর: ঈড়সঢ়ঁঃবৎ প্রশ্ন: বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তি কে? উত্তর: বিল গেটস প্রশ্ন: অটোমোবাইলের ব্যাটারিতে যে এসিড থাকে তা কী? উত্তর: সালফিউরিক এসিড প্রশ্ন: মোবাইল ফোনের জনক কে? উত্তর: মার্টিন কুপার প্রশ্ন: কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়? উত্তর: পাইথন