এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
৩৮. কত দিন হলো আবদুর রহমান খালাস পেয়েছে? ক. এক মাস খ. দুই মাস গ. তিন মাস ঘ. চার মাস উত্তর:ক. এক মাস ৩৯. রাইফেল চালাতে পার- উক্তিটি কার? ক. অধ্যক্ষ জিরারের খ. আবদুর রহমানের গ. লেখকের ঘ. কাবুলের মন্ত্রীর উত্তর:গ. লেখকের ৪০. ফালুদা বানাতে কী লাগে? ক. কাঁচা লঙ্কা খ. জিরা গ. চাল ঘ. বরফ উত্তর:ঘ. বরফ ৪১. ডাক্তারি কলেজের ছাত্রদের সঙ্গে কার সাদৃশ্য রয়েছে? ক. আবদুর রহমানের খ. মালিকের গ. মন্ত্রীর ঘ. অধ্যক্ষের উত্তর:ক. আবদুর রহমানের ৪২. কাবুলি সবুজ চায়ের রং কেমন? ক. সবুজ খ. ফিকে হলুদ গ. গাঢ় সবুজ ঘ. হলুদ উত্তর:খ. ফিকে হলুদ ৪৩. কাবুলের পানি কেমন? ক. গরম খ. খোলা গ. মিষ্টির মতো ঘ. গলানো পাথরের মতো উত্তর:ঘ. গলানো পাথরের মতো ৪৪. পানশির কোথায়? ক. উত্তর-আফগানিস্তান খ. দক্ষিণ-আফগানিস্তান গ. পূর্ব-আফগানিস্তান ঘ. পশ্চিম-আফগানিস্তান উত্তর:ক. উত্তর-আফগানিস্তান ৪৫. পানশি মানুষ তো পায়ে হেঁটে চলে না, বাতাসের উপর ভর করে যেন উড়ে চলে যায়- বাক্যটি কেমন? ক. ভাবপ্রধান খ. বাস্তবধর্ম গ. নিরীক্ষামূলক ঘ. কল্পকাহিনি উত্তর:ক. ভাবপ্রধান ৪৬.ছেঁড়া ছেঁড়া পেজা তুলোর মতো কী? ক. পানি খ. বাতাস গ. বরফ ঘ. ফুল উত্তর: গ. বরফ ৪৭. কিসের ইঞ্জিনের সিটির শব্দ শোনা যায়? ক. দুরুস সালামের খ. দারুল আমানের গ. দারুল মুলারের ঘ. দারুণ আমনের উত্তর:খ. দারুল আমানের ৪৮. কাবুলের বাজারে কী পাওয়া যায়? ক. বাদাম খ. সবজি গ. কালো চশমা ঘ. ফালুদার বরফ উত্তর:গ. কালো চশমা ৪৯. পানশিরের হাওয়ার সঙ্গে সাদৃশ্য রয়েছে কিসের? ক. ধারালো ছুরির খ. ঘোড়ার তেজের গ. ঠান্ডা বরফের ঘ.ময়লাহীন ফুলের উত্তর:ক. ধারালো ছুরির ৫০. 'ওরভোয়া' কী ভাষার শব্দ? ক. আরবি খ. ফারসি গ. ফরাসি ঘ. উর্দু উত্তর:খ. ফারসি রানার ১. রানারের কাছে পৃথিবীটা 'কালো ধোঁয়া' মনে হয় কেন? ক. মেঘাচ্ছন্ন থাকায় খ. অভাবের তাড়নায় গ. সূর্য না ওঠায় ঘ. কলকারখানার কারণে উত্তর: খ. অভাবের তাড়নায় ২. সুকান্ত ভট্টাচার্যের লেখায় কাদের কথা বলা হয়? ক. রাজনৈতিক নেতাদের খ. তরুণদের গ. ছাত্র সমাজের ঘ. নিপীড়িত গণমানুষের উত্তর: ঘ. নিপীড়িত গণমানুষের ৩. রানার কী বোঝাই করে চলেছে? ক. নতুন খবর খ. চিঠি আর সংবাদ গ. টাকা-পয়সা ঘ. শস্যকণা উত্তর: খ. চিঠি আর সংবাদ ৪. রানারের দুঃখ কে জানবে? ক. পথের তৃণ খ. অন্ধকার গ. তারায় ভরা ঘ. নির্জন উত্তর: ক. পথের তৃণ ৫. 'রানার' কবিতায় রানার দসু্যর চেয়ে কাকে বেশি ভয় পায়? ক. রাত্রিকে খ. আঁধারকে গ. দুঃখের প্রহরকে ঘ. সূর্য ওঠা উত্তর: ঘ. সূর্য ওঠা ৬. 'রানার' কবিতায় বিশালতা বোঝাতে রানারের বোঝাটিকে কিসের সাথে তুলনা করা হয়েছে? ক. জাহাজের খ. পাহাড়ের গ. মেঘের ঘ. পর্বতচূড়ার উত্তর: ক. জাহাজের ৭. কী আকাশ ছুঁয়েছে? ক. রানারের হতাশা খ. রানারের ক্ষোভ গ. রানারের স্বপ্ন ঘ. রানারের ক্লান্ত শ্বাস উত্তর: ঘ. রানারের ক্লান্ত শ্বাস ৮. 'রানার' কবিতায় 'মেল' শব্দটি কোন ভাষাজাত? ক. ইংরেজি খ. ফারসি গ. আরবি ঘ. বাংলা উত্তর: ক. ইংরেজি ৯. কিসে মাটি ভিজে গেছে? ক. বৃষ্টিতে খ. শিশিরে গ. ঘামে ঘ. অশ্রুতে উত্তর: গ. ঘামে ১০. 'অল্প দাম' শব্দটি 'রানার' কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ক. চিঠি খ. খবর গ. বেতন ঘ. উপহার উত্তর: গ. বেতন ১১. দসু্যর ভয়ের চেয়েও রানার সূর্য ওঠাকে বেশি ভয় পায় কেন? ক. চাকরি হারানোর জন্য খ. ডাক না পাওয়ার ভয়ে গ. বাড়ি ফেরার তাড়া থাকায় ঘ. দায়িত্ববোধের কারণে উত্তর: ঘ. দায়িত্ববোধের কারণে ১২. কবি সুকান্ত ছিলেন- ক. নাগরিক কবি খ. মানবতাবাদী কবি গ. রোমান্টিক কবি ঘ. চারণ কবি উত্তর: খ. মানবতাবাদী কবি ১৩. 'ঘুম নেই' কার রচিত গ্রন্থ? ক. সুকান্ত ভট্টাচার্য খ. আল মাহমুদ গ. মোহাম্মদ মনিরুজ্জামান ঘ. শামসুর রাহমান উত্তর: ক. সুকান্ত ভট্টাচার্য ১৪. সুকান্ত ভট্টাচার্যের 'হরতাল' কোন জাতীয় গ্রন্থ? ক. রাজনৈতিক খ. সংগীত গ. নাটক ঘ. কাব্য উত্তর: ঘ. কাব্য ১৫. কত সালে কবি সুকান্ত ভট্টাচার্য মারা যান? ক. ১৩৫৪ বঙ্গাব্দে খ. ১৩৫৫ বঙ্গাব্দে গ. ১৩৬৪ বঙ্গাব্দে ঘ. ১৩৬৫ বঙ্গাব্দে উত্তর: ক. ১৩৫৪ বঙ্গাব্দে ১৬. ১৩৫৬ বঙ্গাব্দের কত তারিখে কবি সুকান্ত ভট্টাচার্য মারা যান? ক. ২৫ শে বৈশাখ খ. ২৯ শে বৈশাখ গ. ১১ জ্যৈষ্ঠ ঘ. ২২ শে শ্রাবণ উত্তর: খ. ২৯ শে বৈশাখ ১৭. কত বছর বয়সে সুকান্ত ভট্টাচার্য মৃতু্যবরণ করেন? ক. ৪১ বছর বয়সে খ. ৩১ বছর বয়সে গ. ২১ বছর বয়সে ঘ. ২০ বছর বয়সে উত্তর: গ. ২১ বছর বয়সে ১৮. বাংলা সাহিত্যে কাকে 'কিশোর কবি' বলা হয়? ক. সুকান্ত ভট্টাচার্যকে খ. কাজী নজরুল ইসলামকে গ. আল মাহমুদকে ঘ. শামসুর রহমানকে উত্তর: ক. সুকান্ত ভট্টাচার্যকে ১৯. 'রানার' শব্দটি 'রানার' কবিতার কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ক. দৌড়বিদ খ. ডাক হরকরা গ. বোঝাই জাহাজ ঘ. ভোরে সূর্য উত্তর: খ. ডাক হরকরা ২০. রানার কী জানে না? ক. পড়ালেখা খ. আদব-কায়দা গ. কোনো নিষেধ ঘ. পথ চলা উত্তর: গ. কোনো নিষেধ ২১. 'নিষেধ' শব্দটি 'রানার' কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ক. সতর্ক বার্তা খ. প্রতিবন্ধকতা গ. অশুভ লক্ষণ ঘ. ভয় উত্তর: খ. প্রতিবন্ধকতা ২২. 'দিগন্ত থেকে দিগন্তে ছোট রানার' চিত্রকল্পে মূর্ত হয়েছে- ক. দুরন্ত রানারের বহু দূরের পথ চলা খ. রানারের সীমাহীন পথে ছোটা গ. দিগন্ত পরিবহনে রানারের চলাফেরা ঘ. এটি একটি কাব্যিক ব্যঞ্জনা উত্তর: ক. দুরন্ত রানারের বহু দূরের পথ চলা হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়