একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র

প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

মনিরুল হক রনি, প্রভাষক, সাভার সরকারি কলেজ, সাভার
৫২. সমাজের সমস্যাগ্রস্ত, দুস্থ, এতিম ও অসহায় শ্রেণীর উন্নয়ন এবং কল্যাণ সাধনে গৃহীত যাবতীয় কর্মকান্ডের সমষ্টিকে বলা হয়- ক) সামাজিক নিরাপত্তা খ) সমাজসেবা গ) সমাজকর্ম ঘ) সামাজিক বীমা উত্তর:খ) সমাজসেবা ৫৩. "ব্যক্তি ও তার পরিবেশের মাঝে সামঞ্জস্য বিধানের উদ্দেশ্যে পরিচালিত যাবতীয় কার্যাবলীর সমষ্টি হল সমাজসেবা"- সংজ্ঞাটি কার? ক) জেমস মিজলের খ) সমাজকর্ম অভিধানের গ) জাতিসংঘের ঘ) ডবিস্নউ এ ফিনল্যান্ডের উত্তর: গ) জাতিসংঘের ৫৪. সমাজসেবা খাতে ব্যয় করা- ক) সম্পদের অপচয় খ) সম্পদের সদ্ব্যবহার গ) মানব মূলধন বিনিয়োগ ঘ) অপ্রয়োজনীয় উত্তর:গ) মানব মূলধন বিনিয়োগ ৫৫. "সমাজসেবা হল সেসব কার্যক্রম যা এবং প্রত্যক্ষভাবে মানব সম্পদের সংরক্ষণ, প্রতিপালন ও উন্নয়নে নিয়োজিত"- সংজ্ঞাটি প্রদান করেছেন কে? ক) জেমস মিজলে খ) সমাজকর্ম অভিধান গ) হেরি এম ক্যাসিডি ঘ) ডবিস্নউ এ ফিনল্যান্ডের উত্তর:গ) হেরি এম ক্যাসিডি ৫৬. সামাজিক পরিবর্তনের ইংরেজি প্রতিশব্দ কী? ক) ঝড়পরধষ জবভড়ৎস খ) ঝড়পরধষ ঈযধহমব গ) ঝড়পরধষ ঈড়হঃৎড়ষ ঘ) ঝড়পরধষ ঊীপযধহমব উত্তর খ) ঝড়পরধষ ঈযধহমব ৫৭. সমাজসেবা খাতে ব্যয় করাকে মানব মূলধনে বিনিয়োগ হিসেবে আখ্যায়িত করেছেন কে? ক) জেমস মিজলে খ) সমাজকর্ম অভিধান গ) হেরি এম ক্যাসিডি ঘ) ডবিস্নউ এ ফিনল্যান্ডের উত্তর:ক) জেমস মিজলে ৫৮. সমাজ কাঠামো বা সামাজিক সংগঠনের মধ্যে সংঘটিত রদবদলকে কী বলা যায়? ক) সামাজিক উন্নয়ন খ) সামাজিক নিরাপত্তা  গ) সামাজিকপরিবর্তন ঘ) সামাজিক নিয়ন্ত্রণ উত্তর:গ) সামাজিকপরিবর্তন ৫৯. সামাজিক পরিবর্তন সব সময়- র) ইতিবাচক হয় রর) নেতিবাচক হয় ররর) উভয়টিই হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর  উত্তর: ঘ) র, রর ও ররর ৬০. "সামাজিক পরিবর্তন হলো সমাজ কাঠামো ও কার্যাবলীর পরিবর্তন।"- এটি বলেছেন- ক) ম্যাকাইভার খ) রামনাথ শর্মা গ) কিংসলে ডেভিস ঘ) জেমস মিজলে উত্তর: গ) কিংসলে ডেভিস ৬১. ম্যাকাইভারের মতে সামাজিক পরিবর্তন হলো- ক) সমাজ কাঠামোর রূপান্তর  খ) সামাজিক প্রতিষ্ঠান মধ্যে রদবদল গ) সামাজিক সম্পর্কের পরিবর্তন ঘ) সামাজিক অবস্থানের রূপান্তর উত্তর: গ) সামাজিক সম্পর্কের পরিবর্তন ৬২. সমাজের নিচের স্তরের অধিকাংশ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাকে সামাজিক উন্নয়ন বলেছেন কে? ক) জেমস মিজলে খ) ডঃ মুহাম্মদ ইউনুস গ) অমর্ত্য সেন  ঘ) কিংসলে ডেভিস উত্তর: খ) ডঃ মুহাম্মদ ইউনুস ৬৩. জেমস মিজলে সামাজিক উন্নয়নের কয়টি কয়টি বৈশিষ্ট্যের কথা বলেছেন? ক) ৫টি খ) ৬টি গ) ৭টি ঘ) ৮টি উত্তর: ঘ) ৮টি ৬৪. সামাজিক নিয়ন্ত্রণকে সমাজ বা সমাজের কিছু সদস্যের এক সংঘটিত প্রয়াস বলে আখ্যায়িত করেছেন কে? ক) জেমস মিজলে খ) ডঃ মুহাম্মদ ইউনুস গ) রবার্ট এল বার্কার ঘ) কিংসলে ডেভিস উত্তর: গ) রবার্ট এল বার্কার হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়