শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

বাকৃবিতে মেধাবৃত্তি পেল ৩৬ শিক্ষার্থী

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বাকৃবিতে মেধাবৃত্তি পেল ৩৬ শিক্ষার্থী
বাকৃবিতে মেধাবৃত্তি পেল ৩৬ শিক্ষার্থী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ৩৬ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। অনুষদের দরিদ্র শিক্ষার্থী বৃত্তি ফান্ড থেকে ওই শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। প্রতি শিক্ষার্থী ছয় মাসের জন্য সাড়ে সাত হাজার টাকা বৃত্তি হিসেবে পেয়েছে। অনুষদীয় মেডিসিন কনফারেন্স হলে ৪ ফেব্রম্নয়ারি ওই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. নাজিম আহমাদ ও ইন্টার এগ্রো বিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডা. এ কে এম খসরুজ্জামান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে