এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
'পলিস্নজননী' ১৪. জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন বিদেশি ভাষায় অনূদিত হয়েছে? ক. নকশী কাঁথার মাঠ খ. রাখালী গ. বালুচর ঘ. এক পয়সার বাঁশি উত্তর: ক. নকশী কাঁথার মাঠ ১৫. কোনটি কবি জসীমউদ্দীনের রচিত ভ্রমণকাহিনী? ক. নকশী কাঁথার মাঠ খ. রাখালী গ. চলে মুসাফির ঘ. হাসু উত্তর: গ. চলে মুসাফির ১৬. জসীমউদ্দীনকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি করে কোন প্রতিষ্ঠান? ক. ঢাকা বিশ্ববিদ্যালয় খ. কলকাতা বিশ্ববিদ্যালয় গ. আলীগড় বিশ্ববিদ্যালয় ঘ. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় উত্তর:ঘ. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ১৭. জসীমউদ্দীন কত সালে মৃতু্যবরণ করেন? ক. ১৯৭৩ সালে খ. ১৯৭৪ সালে গ. ১৯৭৫ সালে ঘ. ১৯৭৬ সালে উত্তর:ঘ. ১৯৭৬ সালে ১৮. পলিস্নজননী অন্ধকার রাতে জেগে রয়েছেন কেন? ক. ছেলের অসুস্থতার কারণে খ. কাজ করার জন্য গ. প্রার্থনা করার জন্য ঘ. কবিরাজের অপেক্ষায় উত্তর:ক. ছেলের অসুস্থতার কারণে ১৯. 'পলিস্নজননী' কবিতায় মা ছেলের শিয়রে বসে কী করছেন? ক. পাটি তৈরি করছেন খ. মাথায় জলপট্টি দিচ্ছেন গ. ছেলের নানা ঘটনা ভাবছেন ঘ. হস্তশিল্পের কাজ করছেন উত্তর:গ. ছেলের নানা ঘটনা ভাবছেন ২০. 'পলিস্নজননী' কবিতায় ছেলেটির শুয়ে থাকতে ভালো লাগে না কেন? ক. অসুস্থতার কারণে খ. মায়ের বকুনির কারণে গ. খেলতে যাবে বলে ঘ. পচান পাতার দুর্গন্ধে উত্তর:ক. অসুস্থতার কারণে ২১. পলিস্নজননী ছেলের পান্ডুর গালে চুমো খায় কেন? ক. খুশি হয়ে খ. মমতায় গ. ছেলে শুয়ে থাকতে না চাওয়ায় ঘ. ছেলে সুস্থ হয়ে যাওয়ায় উত্তর: খ. মমতায় ২২. দূর বন থেকে সাঁঝের বেলায় বাড়ি ফেরায় পলিস্নজননী ছেলেকে কী বলে গালি দেয়? ক. জানোয়ার খ. মুখপোড়া গ. বেয়াদব ঘ. হতভাগা উত্তর:খ. মুখপোড়া ২৩. পলিস্নজননী ছেলের ছোটখাটো বায়না মেটাতে পারেনি কেন? ক. অভাবের কারণে খ. ব্যস্ততার কারণে গ. স্বামী না থাকায় ঘ. রাগ করে থাকায় উত্তর: ক. অভাবের কারণে ২৪. 'পলিস্নজননী' কবিতায় ছেলেটি আড়ঙের দিনে মায়ের কাছে কী কিনতে পয়সা চায়? ক. বাঁশি খ. পুতুল গ. ঘুড়ি ঘ. বাতাসা উত্তর:খ. পুতুল ২৫. 'পলিস্নজননী' কবিতায় কোথায় হুতুম ডাকছে? ক. ঘরের চালে খ. সুপারিবনে গ. বাঁশবনে ঘ. নারকেলগাছে উত্তর: ক. ঘরের চালে ২৬. পলিস্নজননী দূর-দূর করে ওঠেন কেন? ক. কানাকুয়ো তাড়াতে খ. হুতুম তাড়াতে গ. বাদুড় তাড়াতে ঘ. জোনাকি তাড়াতে উত্তর: খ. হুতুম তাড়াতে ২৭. 'পলিস্নজননী' কবিতায় কোথায় বিরহিনী ডাহুক ডাকে? ক. সুপারি বনে খ. পচা ডোবায় গ. দূর বনে ঘ. বাঁশবনে উত্তর: খ. পচা ডোবায় ২৮. 'পলিস্নজননী' কবিতায় কার সম্মুখে ঘোর কুজ্ঝটি মহাকাল রাত পাতা? ক. মায়ের খ. রুগ্‌ণ ছেলেটির গ. রহিম চাচার ঘ. করিমের উত্তর: ক. মায়ের ২৯. কিসের সাথে বুঝিয়া মাটির প্রদীপের তেল ফুরিয়ে এসেছে? ক. শীতের সাথে খ. আঁধারের সাথে গ. ডোবার পচা গন্ধের সাথে ঘ. বাতাসের সাথে উত্তর: খ. আঁধারের সাথে ৩০. 'পলিস্নজননী' কবিতায় নামাজের ঘর বলতে কী বোঝানো হয়েছে? ক. মাজার খ. খানকাহ শরিফ গ. মসজিদ ঘ. মায়ের ঘর উত্তর: গ. মসজিদ ৩১. পলিস্নজননীর প্রাণ কাঁদে কেন? ক. অভাবের কারণে খ. সন্তানের অসুস্থতার জন্য গ. ছেলের শীত লাগায় ঘ. পুতুল কেনার পয়সা না দিতে পারায় উত্তর: খ. সন্তানের অসুস্থতার জন্য ৩২. 'পলিস্নজননী' কবিতায় কিসের বাতাসে সুপারির বন হেলে পড়ে? ক. ঝড়ের বাতাসে খ. শীতের ঠান্ডা হাওয়ায় গ. ছুতোমের পাখার বাতাসে ঘ. বাদুড়ের পাখার বাতাসে উত্তর: ঘ. বাদুড়ের পাখার বাতাসে ৩৩. 'পলিস্নজননী' কবিতায় বুনো পথে কুয়াশার কাফন ধরে কে যায়? ক. বাদুড়ের দল খ. হুতোমের দল গ. কানাকুয়ো ঘ. জোনাকি মেয়েরা উত্তর: ঘ. জোনাকি মেয়েরা ৩৪. পলিস্নজননীর মনে কিসের শঙ্কা জাগে? ক. দীপ নিভে যাওয়ার খ. সন্তান হারানোর গ. সুপারির বন হেলে পড়ার ঘ. ছেলের লাটাই হারিয়ে ফেলার উত্তর: খ. সন্তান হারানোর ৩৫. কোন কথা ভাবতে পলিস্নজননীর প্রাণ শিউরে ওঠে? ক. হুতোমের ডাকের কথা খ. অন্ধকার রাতের কথা গ. কানাকুয়োর কথা ঘ. ছেলে হারানোর কথা উত্তর: ঘ. ছেলে হারানোর কথা ৩৬. পলিস্নজননী মনে মনে কিসের জাল বোনে? ক. অভাব দূর করার খ. ছেলের বায়না পূরণের গ. ছেলের সুস্থতার ঘ. ছেলের লাটাই যত্নে রাখার উত্তর: গ. ছেলের সুস্থতার ৩৭. 'পলিস্নজননী' কবিতায় রুগ ছেলেটি কার ঝাড়ফুঁকের কথা বলেছে? ক. করিমের খ. আজিজের গ. রহিম চাচার ঘ. জালাল কবিরাজের উত্তর: গ. রহিম চাচার ৩৮. রুগ্ন ছেলেটি পলিস্নজননীকে কী যতন করে রাখতে বলেছে? ক. লাটাই খ. ঘুড়ি গ. বইঘ খেলনা গাড়ি উত্তর: ক. লাটাই ৩৯. রুগ্‌ণ ছেলেটি পলিস্নজননীকে খেজুরের গুড়ের নয়া পাটালি কিসে রাখতে বলেছে? ক. সাতনরি সিকায় খ. হুড়মের কোলায় গ. মাটির হাঁড়িতে ঘ. পাটের ব্যাগে উত্তর: খ. হুড়মের কোলায় ৪০. 'পলিস্নজননী' কবিতায় ছেলেটি মাকে না বলে কোথায় গিয়েছিল? ক. দূর বনে খ. পাহাড়ে গ. বন্ধুর বাড়ি ঘ. নৌকা ভ্রমণে উত্তর: ক. দূর বনে ৪১. 'পলিস্নজননী' কবিতায় ছেলেটি দূর বন থেকে এক কোঁচ ভরে কী নিয়ে আসে? ক. লটকন ফল খ. নাটাফল গ. বেথুল ঘ. আমলকী উত্তর: গ. বেথুল ৪২. 'পলিস্নজননী' কবিতানুযায়ী কার মতো মমতাময়ী আর কেউ নেই? ক. বাবার খ. মায়ের গ. ভাইয়ের ঘ. বোনের উত্তর: খ. মায়ের ৪৩. পলিস্নজননীর ঘরের বেড়ার ফাঁক দিয়ে শীতের বায়ু আসে- র. পলিস্নজননী দরিদ্র হওয়ায় রর. কুঁড়েঘরের বেড়া ভাঙা থাকায় ররর. পলিস্নজননী ঘরের বেড়া ফাঁকা করে দেওয়ায় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: ক. র ও রর নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। নিজাম কবিরাজ পানি পড়া দেয়। এলাকার বিভিন্ন মানুষ রোগের জন্য তার কাছে পানি পড়া নিতে আসে। এর জন্য নিজাম কবিরাজ কোনো টাকা নেয় না। শুধু পানিতে দুই তিন ফুঁ দিয়েই বলে এতে সকল রোগ সেরে যাবে। ৪৪. 'পলিস্নজননী' কবিতার আলোকে বলা যায় উদ্দীপকের নিজাম কবিরাজ 'পলিস্নজননী' কবিতার কোন চরিত্রের প্রতিভূ? ক. করিম খ. রহিম চাচা গ. আজিজ ঘ. পলিস্নজননী উত্তর: খ. রহিম চাচা ৪৫. উদ্দীপকের নিজাম কবিরাজের মতো লোকেরা- র. পলিস্নজননীর মতো অনেকের বিশ্বাস অর্জন করেছে রর. আমাদের দেশের একটি সংস্কারকে ধারণ করে আছে ররর. পলিস্নর মানুষের সরলতার সুযোগ নিচ্ছে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: ক. র ও রর