পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) 'স্বকীয়তায় ঐক্যবদ্ধ' প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ক্যানসার দিবস পালিত হয়েছে। ক্যানসার সচেতনতা ও গবেষণা সংস্থা 'ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ (সিসিআরটিবি)' কর্তৃক দেশব্যাপী 'রিলে ফর লাইফ' বা 'আশার দৌড়'-এর অংশ হিসেবে এই দিবস উদযাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে ৪ ফেব্রম্নয়ারি একটি ক্যানসার সচেতনতামূলক পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। তারপর সেখানে ক্যানসার সচেতনায় লিফলেট বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সভাপতি ড. শরিফুল হক উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. রাশেদুল হক, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড. সুলতানা শাকিলা খানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।