এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
'শিক্ষা ও মনুষ্যত্ব' ৪৩. 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত? ক. সংস্কৃতি কথা খ. সভ্যতা ক. প্রবন্ধ সংগ্রহ ঘ. ছবি কথা সুর উত্তর: ক. সংস্কৃতি কথা ৪৪. 'শিক্ষা ও মনুষ্যত্ব' রচনার মূল প্রবন্ধটির নাম কী? ক. লেফাফাদুরস্থি খ. শিক্ষা গ. মনুষ্যত্ব ঘ. মানবসত্তা উত্তর: গ. মনুষ্যত্ব ৪৫. শিক্ষার অপ্রয়োজনের দিক হলো- র. অনুভূতি ও কল্পনার রস আস্বাদনে সক্ষম করায় রর. ক্ষুৎপিপাসার ব্যাপারটিকে মানবিক করে তোলায় ররর. এর শ্রেষ্ঠ দিক নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: খ. র ও ররর ৪৬. মুক্তির স্বাদ পেতে হলে- র. অর্থসাধনাকে জীবনসাধনা করতে হবে রর. মনুষ্যত্ব অর্জনের সাধনা করতে হবে ররর. অনুবন্ধের চিন্তা থেকে মুক্তি পেতে হবে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: গ. রর ও ররর ৪৭. প্রকৃত শিক্ষার দ্বারা মানুষ লাভ করে- র. লেফাফাদুরস্তি রর. মূল্যবোধ ররর. আত্মপ্রকাশের স্বাধীনতা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: গ. রর ও ররর ৪৮. শিক্ষার আসল কাজ- র. মূল্যবোধ সৃষ্টি রর. জ্ঞান পরিবেশেন ররর. মনুষ্যত্বের পরিচয় প্রদান নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: খ. র ও ররর ৪৯. আমরা অর্থচিন্তার নিগড়ে বন্দি থাকি- র. জীবসত্তাকে টিকিয়ে রাখতে অধিক মনোযোগী বলে রর. মনুষ্যত্ববোধের অভাব রয়েছে বলে ররর. প্রকৃত শিক্ষায় শিক্ষিত নই বলে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. রর ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: ঘ. র, রর ও ররর ৫০. মানব উন্নয়নের জন্য প্রয়োজন- র. যথার্থ শিক্ষা রর. সুশৃঙ্খল সমাজকাঠামো ররর. কেবল অনুবন্ধের সুব্যবস্থা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর: ক. র ও রর পলিস্নজননী ১. 'পলিস্নজননী' কবিতায় কোথায় কখন কানা কুয়ো ডাকে? ক. ঘরের চালে দিনে খ. সুপারিগাছে রাতে গ. রাতে বাঁশবনে ঘ. শালবনে দিনে উত্তর: গ. রাতে বাঁশবনে ২. রুগ্ন ছেলেটি পলিস্নজননীকে সাত-নরি সিকা ভরে কী রাখতে বলেছে? ক. খেজুরের গুড় খ. ঢ্যাঁপের মোয়া গ. মুড়ি ঘ. খই উত্তর: খ. ঢ্যাঁপের মোয়া ৩. পলিস্নজননী ছেলের সুস্থতার জন্য কোথায় মোমবাতি মানে? ক. মাজারে খ. দরগায় গ. মসজিদে ঘ. মন্দিরে উত্তর: গ. মসজিদে ৪. 'পলিস্নজননী' কবিতার মূল কথা কোনটি? ক. গ্রাম্য প্রকৃতির বর্ণনা খ. সমাজের বিভিন্ন সংস্কার বর্ণনা গ. অপত্যস্নেহের অনিবার্য আকর্ষণ ঘ. পলিস্নমায়েদের অভাব-অনটন উত্তর: গ. অপত্যস্নেহের অনিবার্য আকর্ষণ ৫. 'পলিস্নজননী' কবিতাটি কবি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? ক. নকশী কাঁথার মাঠ খ. এক পয়সার বাঁশি গ. রাখালী ঘ. হাসু উত্তর: গ. রাখালী ৬. 'পলিস্নজননী' কবিতাটির রচয়িতা কে? ক. কাজী নজরুল ইসলাম খ. ফররুখ আহমদ গ. জসীমউদ্দীন ঘ. সুকান্ত ভট্টাচার্য উত্তর: গ. জসীমউদ্দীন ৭. পলিস্নজননী কোথায় বসে রয়েছেন? ক. বারান্দায় খ. দাওয়ায় গ. রুগণ ছেলের শিয়রে ঘ. রুগণ ছেলের পায়ের কাছে উত্তর: গ. রুগণ ছেলের শিয়রে ৮. 'পলিস্নজননী' কবিতায় কোথায় নিবু নিবু দীপ ঘুরে ঘুরে জ্বলছে? ক. রুগ্ন ছেলের শিয়রে খ. ঘরের চৌকাঠের কাছে গ. চেয়ারের ওপর ঘ. রুগ্ন ছেলের পায়ের কাছে উত্তর: ক. রুগ্ন ছেলের শিয়রে ৯. 'পলিস্নজননী' কবিতায় এদো ডোবা থেকে কিসের দুর্গন্ধ ছড়াচ্ছে? ক. পচা কাদার খ. পচান পাতার গ. পচা পাটের ঘ. পচা মাছের উত্তর: খ. পচান পাতার ১০. পলিস্নজননীর ঘর কেমন? ক. পাকা খ. টিনের তৈরি গ. আধাপাকা ঘ. কুঁড়েঘর উত্তর: ঘ. কুঁড়েঘর ১১. পলিস্নজননীর ঘরের বেড়ার ফাঁক দিয়ে কী আসে? ক. নেড়ী কুকুর খ. বিড়াল গ. শীতের বাতাস ঘ. রোদের কিরণ উত্তর: গ. শীতের বাতাস ১২. জসীমউদ্দীনের উপাধি কী? ক. সাম্যের কবি খ. বিদ্রোহী কবি গ. স্বভাবকবি ঘ. পলিস্নকবি উত্তর: ঘ. পলিস্নকবি ১৩. জসীমউদ্দীনের কোন কবিতাটি তিনি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়? ক. পলিস্নজননী খ. বালুচর গ. আসমানী ঘ. কবর উত্তর: ঘ. কবর হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়