ঢাবিতে প্রাণিবিদ্যা বিভাগের নবীনবরণ

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ৪ ফেব্রম্নয়ারি এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগীয় চেয়ারপারসন অধ্যাপক ড. শেফালি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অধ্যাপক ড. মো. নিয়ামুল নাসের শুভেচ্ছা বক্তব্য দেন। ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. নৌশিন পারভীন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সহকারী অধ্যাপক আলিফা বিনতে হক।