পঞ্চম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

আরিফ আনজুম, সহকারী শিক্ষক, আমতলী মডেল স্কুল, বগুড়া।
প্রশ্ন :নন্দিনী চুলায় বসানো হাড়ি থেকে পানিকে গ্যাসের মতো উড়ে যেতে দেখল। এই প্রক্রিয়াকে কী বলে? এরূপ পানির কয়েকটি অবস্থার পরিবর্তন সম্পর্কে লেখ। উত্তর: নন্দিনী চুলায় বসানো হাড়িতে তাপ দিয়ে পানি জলীয় বাষ্পে পরিণত করে। এভাবে তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। তাপ প্রয়োগ ও ঠান্ডা করার মাধ্যমে পানি এক অবস্থা থেকে অন্য অন্য অবস্থায় পরিবর্তি হয়। যেমন- ১. বরফে তাপ দিলে তা পানিতে পরিণত হয়। ২. পানিকে তাপ দিলে তা জলীয় বাষ্পে পরিণত হয়। ৩. জলীয় বাষ্পকে ঠান্ডা করা হলে তা ঘণীভূত হয়ে পানিতে পরিণত হয়। ৪. পানিকে শীতল করা হলে তা কঠিন বরফে পরিণত হয়। প্রশ্ন :পানি দূষণের প্রধান কারণ কোনটি বলে তুমি মনে কর? পানি দূষণের পাঁচটি প্রভাব উলেস্নখ কর। উত্তর: মানুষের কর্মকান্ড হলো পানি দূষণের প্রধান কারণ।পানি দূষণের পাঁচটি প্রভাব হলো:- ১. জলজ প্রাণী মারা যায়। ২. জলজ খাদ্য শৃঙ্খলের ব্যাঘাত ঘটে। ৩. মানুষ ডায়রিয়া বা কলেরার মতো পানিবাহিত রোগে আক্রান্ত হয়। ৪. আর্সেনিকযুক্ত পানি ব্যবহারের ফলে হাতে পায়ে ক্ষতের সৃষ্টি হয়। ৫. দূষিত পানিতে বসবাসকারী মাছের মাধ্যমে মানুষের দেহে ক্যানসারের মতো মারাত্মক রোগ সৃষ্টি হয়। প্রশ্ন :অমিতদের বাগানের গাছটিতে কত ভাগ পানি রয়েছে? এই পানি গাছটিতে কোন কোন কাজে ব্যবহৃত হয় তার চারটি বাক্যে লেখ। উত্তর: অমিতদের বাগানের গাছটির দেহে প্রায় ৯০ ভাগ পানি রয়েছে। এই পানি গাছটি যেসব কাজে ব্যবহার করে তা হলো- র. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরিতে গাছটি পানি ব্যবহার করে। রর. গাছটি মাটি থেকে পুষ্টি উপাদান শোষণ করে পানির সাহায্যে। ররর. পানি গাছটির দেহের বিভিন্ন অংশে পুষ্টি উপাদান পরিবহন করে। রা. প্রচন্ড গরমে পানি উদ্ভিদটির দেহ শীতল করতে সাহায্য করে। প্রশ্ন :পানি দূষণ কাকে বলে? পানি দূষণ প্রতিরোধের উপায়গুলো লেখ। উত্তর: যেসব কারণে পানি পান করা ও অন্যান্য কাজে ব্যবহারের অনুপযোগী হয় তাকে পানি দূষণ বলে। পানি দূষণ প্রতিরোধের উপায়গুলো হলো : ১. কৃষিতে কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহার কমানো; ২. রান্নাঘরের নিষ্কাশন নালায় ও টয়লেটে রাসায়নিক বর্জ্য এবং তেল না ফেলা; ৩. পুকুর, নদী, হ্রদ কিংবা সাগরে ময়লা আবর্জনা না ফেলা; ৪. সমুদ্র সৈকতে পড়ে থাকা ময়লা এবং হদ কিংবা নদীতে ভাসমান ময়লা আবর্জনা কুড়িয়ে পানি দূষণ রোধ কর। বায়ু সঠিক উত্তরটি খাতায় লেখ। ১. চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়? ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড গ. নাইট্রোজেন ঘ. জলীয় বাষ্প উত্তর: নাইট্রোজেন ২. উঁচু পর্বতে উঠতে গেলে সিলিন্ডারে কোন কোন গ্যাস নিয়ে যেতে হয়? ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড গ. নাইট্রোজেন ঘ. কার্বন মনোক্সাইড উত্তর: অক্সিজেন ৩. কোন গ্যাসটি বিষাক্ত? ক. অক্সিজেন খ. কার্বন-ডাই-অক্সাইড গ. নাইট্রোজেন ঘ. কার্বন মনোক্সাইড উত্তর: কার্বন মনোক্সাইড ৪. জ্বালানি পোড়ালে বায়ুতে কোনটি বাড়ে? ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড গ. নাইট্রোজেন ঘ. নিয়ন উত্তর: কার্বন ডাই-অক্সাইড হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়