বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র

মনিরুল হক রনি, প্রভাষক, সাভার সরকারি কলেজ, সাভার
  ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
.

২৪. যাকাতের জন্য নির্দিষ্ট সম্পদগুলোকে কয় ভাগে ভাগ করা হয়? ক) দুই ভাগে খ) তিন ভাগে গ) চার ভাগে ঘ) পাঁচ ভাগে উত্তর: ঘ) পাঁচ ভাগে ২৫. যাকাত ফরজ হওয়ার শর্ত কয়টি? ক) ৫টি খ) ৬টি গ) ৭টি ঘ) ৮টি উত্তর: গ) ৭টি ২৬. যাকাত বন্টনের খাত কয়টি? ক) ৫টি খ) ৬টি গ) ৭টি ঘ) ৮টি উত্তর: ঘ) ৮টি ২৭. পবিত্র কুরআনের কোন সূরায় যাকাত বন্টনের খাতের কথা উলেস্নখ আছে? ক) সূরা বাকারা খ) সুরা ইয়াসিন গ) সূরা আল ইমরান ঘ) সূরা তওবা উত্তর: ঘ) সূরা তরবা ২৮.বিশ্বের প্রথম সামাজিক নিরাপত্তা ব্যবস্থা কোনটি? ক) মদীনার সনদ খ) ম্যাগনাকার্টা গ) যাকাত ঘ) বিভারিজ রিপোর্ট উত্তর: গ) যাকাত ২৯. সদকা ও যাকাতের মধ্যে পার্থক্য কিসে? ক) সাহায্যের পরিমাণে খ) প্রদানের বাধ্যবাধকতায় গ) গ্রহীতার আর্থিক অবস্থায় ঘ) গ্রহীতার সামাজিক অবস্থানে উত্তর: খ) প্রদানের বাধ্যবাধকতায় ২৯. ধর্মগোলার উৎপত্তি কখন? ক) ইসলামী যুগ খ) মধ্যযুগে গ) ব্রিটিশ আমলে ঘ) বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে উত্তর: গ) ব্রিটিশ আমলে ৩০. ধর্মগলোর আধুনিক রূপ কোনটি? ক) সরাইখানা খ) লঙ্গরখানা ঘ) সরকারি খাদ্য গুদাম ঘ) ডাকবাংলো উত্তর: ঘ) সরকারি খাদ্য গুদাম ৩১. ক্লান্ত পথিক ও মুসাফিরদের কল্যাণে নির্মিত প্রতিষ্ঠানের নাম ছিল- ক) রেস্ট হাউস খ) বিশ্রামাগার গ) মুসাফিরখানা ঘ) সরাইখানা উত্তর: ঘ) সরাইখানা ৩২. সরাইখানা-এর ইংরেজি প্রতিশব্দ কি? ক) ওহ খ) ওহহ গ) ঈরৎপঁরঃ ঐড়ঁংব ঘ) জবংঃ ঐড়ঁংব উত্তর: খ) ওহহ ৩৩. দানের প্রকৃতির দিক থেকে নিচের কোন দুটি একই? ক) যাকাত ও সদকা খ) যাকাত ও ওয়াকফ গ) ওয়াকফ ও দেবোত্তর ঘ) দেবোত্তর ও যাকাত উত্তর: গ) ওয়াকফ ও দেবোত্তর ৩৪. দেবোত্তর কয় ধরনের? ক) ২ ধরনের খ) ৩ ধরনের গ) ৪ ধরনের ঘ) ৫ ধরনের উত্তর: ক) ২ ধরনের উদ্দীপকটি পড়ো এবং ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও। হরেন সাহেব মৃতু্যর আগে তার সকল সম্পত্তি একটি মন্দির ও শ্মশান তৈরীর কাজে দান করলেন। ৩৫. হারুন সাহেবের দানটি- র) আংশিক দেবোত্তর রর) সার্বিক দেবোত্তর ররর) সার্বজনীন দেবোত্তর নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও রর ঘ) র, রর ও ররর উত্তর: খ) রর ৩৬. হরেন সাহেবের দানটি হিন্দু ধর্মের আইনে- ক) স্বীকৃত খ) অস্বীকৃত গ) মনগড়া ঘ) ভিত্তিহীন উত্তর: ক) স্বীকৃত ৩৭. বাইতুল মালের প্রবর্তন করেন কে? ক) খলিফা হযরত ওমর (রা:) খ) খলিফা হযরত আবু বকর (রা:) গ) খলিফা হযরত আলী (রা:) ঘ) খলিফা হযরত উসমান (রা:) উত্তর: খ) খলিফা হযরত আবু বকর (রা:) ৩৮. বায়তুলমাল প্রতিষ্ঠিত হয়েছিল- র) ব্যক্তিগত কল্যাণে রর) গোষ্ঠীগত কল্যাণে ররর) রাষ্ট্রীয় কল্যাণে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর: ঘ) র, রর ও ররর হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে