'নিমগাছ'
৪৩. 'নিমগাছ' গল্পে সংসারের জালের সাথে কোনটি তুলনীয়?
ক. নিমের পাতা খ. নিমের ছাল
গ. নিমের ডাল ঘ. নিমের শেকড়
উত্তর: ঘ. নিমের শেকড়
৪৪. 'নিমগাছ' গল্পটি কোন ধরনের?
ক. কহিনিনির্ভর খ. প্রতীকধর্মী
গ. কাব্যধর্মী ঘ. ঐতিহাসিক
উত্তর: খ. প্রতীকধর্মী
৪৫. নতুন ধরনের লোকটা-
র. নিমগাছ দেখে মুগ্ধ হলো
রর. নিমগাছের প্রশংসা করল
ররর. নিমগাছের উপকার গ্রহণ করল
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর: ক. র ও রর
৪৬. 'নিমগাছ' গল্পে কবিরাজ এবং কবির মধ্যে পার্থক্য-
র. স্বার্থ মগ্নতায় রর. সৌন্দর্যপ্রীতিতে
ররর. নিমগাছের প্রশংসায়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর: ক. র ও রর
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও।
একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে রানি। বাড়ির সবার ভালোমন্দ দেখভালের ভার তার ওপরেই। কিন্তু বিনিময়ে পায় অত্যন্ত কম পারিশ্রমিক। তার সুখ-দুঃখের প্রতি খেয়াল রাখে না কেউ।
৪৭. উদ্দীপকের রানির সাথে 'নিমগাছ' গল্পের কোন চরিত্রের মিল লক্ষ করা যায়?
ক. বিজ্ঞ খ. নিমগাছ
গ. কবিরাজ ঘ. কবি
উত্তর: খ. নিমগাছ
৪৮. উক্ত মিল-
র. উপকারী ভূমিকা রাখায়
রর. অবহেলার শিকার হওয়ায়
ররর. ভর্ৎসনার শিকার হওয়ায়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর: ক. র ও রর
সেইদিন এই মাঠ
১. 'বেলা অবেলা কালবেলা' কার লেখা?
ক. সত্যেন্দ্রনাথ দত্ত খ. জসীমউদ্দীন
গ. জীবনানন্দ দাশ ঘ. ফররুখ আহমদ
উত্তর: গ. জীবনানন্দ দাশ
২. জীবনানন্দ দাশ ছিলেন-
ক. গণমানুষের কবি
খ. আধুনিক জীবন চেতনার কবি
গ. সাম্যবাদের কবি
ঘ. স্বভাব কবি
উত্তর: খ. আধুনিক জীবন চেতনার কবি
৩. 'সেইদিন এই মাঠ' কবিতার কবি কে?
ক. সত্যেন্দ্রনাথ দত্ত খ. জসীমউদ্দীন
গ. জীবনানন্দ দাশ ঘ. ফররুখ আহমদ
উত্তর: গ. জীবনানন্দ দাশ
৪. 'সেইদিন এই মাঠ' কবিতায় কোন ফুলের উলেস্নখ রয়েছে?
ক. কদমফুল খ. বকুলফুল
গ. চালতা ফুল ঘ. ঝিঙেফুল
উত্তর: গ. চালতা ফুল
৫. 'সেইদিন এই মাঠ' কবিতায় কোন পাখির উলেস্নখ রয়েছে?
ক. কোকিল খ. মাছরাঙা
গ. লক্ষ্ণীপেঁচা ঘ. ময়না
উত্তর: গ. লক্ষ্ণীপেঁচা
৬. 'সেইদিন এই মাঠ' কবিতায় শিশিরের জলে কোনটি ভেজার কথা উলেস্নখ রয়েছে?
ক. কদমফুল খ. বকুলফুল
গ. চালতা ফুল ঘ. ঝিঙেফুল
উত্তর: গ. চালতা ফুল
৭. কোনটি জীবনানন্দ দাশের কাব্য রচনার মৌলিক প্রেরণা?
ক. পাশ্চাত্যের জীবনযাপন
খ. নাগরিক জীবন
গ. নিসর্গের রহস্যময়তা
ঘ. ইতিহাস ও ঐতিহ্য
উত্তর: গ. নিসর্গের রহস্যময়তা
৮. জীবনানন্দ দাশের মায়ের নাম কী?
ক. কামিনী দাশ খ. কসুমকুমারী দাশ
গ. বঙ্কাবতী দাশ ঘ. কিরণমালা দাশ
উত্তর: খ. কসুমকুমারী দাশ
৯. জীবনানন্দ দাশের মা কোনটি ছিলেন?
ক. অভিনেত্রী খ. ঔপন্যাসিকা
গ. স্বভাব কবি ঘ. সংগীতশিল্পী
উত্তর: গ. স্বভাব কবি
১০. 'পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়'- এ ভাবটি কোন চরণে নিহিত আছে?
ক. সেদিনো দেখিবে স্বপ্ন
খ. এশিরিয়া ধুলো আজ
গ. আমি চলে যাব বলে
ঘ. চারিদিকে শান্ত বাতি
উত্তর: গ. আমি চলে যাব বলে
১১. কোনটির ধারাবাহিকতা অনন্তকালব্যাপী বিস্তৃত নয়?
ক. চালতাফুলের শিশিরে ভেজা
খ. বেবিলনের প্রাণস্পন্দন
গ. সোনার স্বপ্নের সাধ
ঘ. সঙ্গিনীর তরে লক্ষ্ণীপেঁচার গান
উত্তর: খ. বেবিলনের প্রাণস্পন্দন
১২. জীবনানন্দ দাশকে কোনটি বলা হয়?
ক. গণমানুষের কবি খ. প্রকৃতির কবি
গ. সাম্যবাদের কবি ঘ. স্বভাব কবি
উত্তর: খ. প্রকৃতির কবি
১৩. 'পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল'- চরণটিতে কী প্রকাশ পেয়েছে?
ক. প্রকৃতির রহস্যময়তা
খ. প্রকৃতির স্নিগ্ধতা
গ. প্রকৃতির শাশ্বত রূপ
ঘ. প্রকৃতির রুদ্ররূপ
উত্তর: গ. প্রকৃতির শাশ্বত রূপ
১৪. 'সেইদিন এই মাঠ' কবিতায় লক্ষ্ণীটির তরে লক্ষ্ণীপেঁচার কী করার কথা উলেস্নখ আছে?
ক. নাচার কথা
খ. গান গাওয়ার কথা
গ. খাবার সংগ্রহের কথা
ঘ. জীবন দেওয়ার কথা
উত্তর: খ. গান গাওয়ার কথা
১৫. 'লক্ষ্ণীপেঁচা গান গাবে নাকি তার লক্ষ্ণীটির তরে'-পঙক্তিটিতে কিসের প্রকাশ ঘটেছে?
ক. প্রাণিজগতের ভাব-ভালোবাসা
খ. প্রকৃতির সৌন্দর্যের বহমানতা
গ. অবোধ প্রাণীদের অনুভূতি
ঘ. তীব্র মর্ত্যপ্রীতি
উত্তর: খ. প্রকৃতির সৌন্দর্যের বহমানতা
১৬. 'সেইদিন এই মাঠ' কবিতায় পৃথিবীতে কী চিরকাল বেঁচে থাকার কথা বলা হয়েছে?
ক. নত্য খ. গল্প
গ. সংগীত ঘ. নাটক
উত্তর: খ. গল্প
১৭. কোনটি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ?
ক. সাতটি তারার তিমির
খ. আনন্দের মৃতু্য
গ. পঞ্চাশ সহস্রর্বষ
ঘ. ধূলি ও সাগর দৃশ্য
উত্তর: ক. সাতটি তারার তিমির
১৮. জীবনানন্দ দাশ কী দুর্ঘটনায় পতিত হয়ে মৃতু্যবরণ করেন?
ক. বিমান দুর্ঘটনা খ. নৌ দুর্ঘটনা
গ. ট্রাম দুর্ঘটনা ঘ. বাস দুর্ঘটনা
উত্তর: গ. ট্রাম দুর্ঘটনা
১৯. জীবনানন্দ দাশ কত সালে ট্রাম দুর্ঘটনায় পতিত হন?
ক. ১৯২১ সালে খ. ১৯৩৪ সালে
গ. ১৯৫০ সালে ঘ. ১৯৫৪ সালে
উত্তর: ঘ. ১৯৫৪ সালে
২০. জীবনানন্দ দাশ কোন তারিখে মৃতু্যবরণ করেন?
ক. ১৪ই অক্টোবর ১৯৫৪
খ. ১৪ই আগস্ট ১৯৫৪
গ. ২২ শে অক্টোবর ১৯৫৪
ঘ. ২২শে আগস্ট ১৯৫৪
উত্তর:গ. ২২ শে অক্টোবর ১৯৫৪
২১. কোনটি স্তব্ধ হবে না বলে কবির জানা আছে?
ক. এই মাঠ খ. এই স্বপ্ন
গ. এই গাণ ঘ. এই সাধ
উত্তর: ক. এই মাঠ
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়