বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

কুমিলস্না বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
কুমিলস্না বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু
কুমিলস্না বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু

কুমিলস্না বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদন ২ ফেব্রম্নয়ারি থেকে শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে ২২ ফেব্রম্নয়ারি পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯ এপ্রিল ও ৩ মে। ১৯ এপ্রিল সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত সি ইউনিট, ৩ মে সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত এ ইউনিট এবং ৩ থেকে ৪টা পর্যন্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কুমিলস্না বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছপদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি নিয়ে আসছে। এবার নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। আবেদনের নিয়মাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড, পরীক্ষার মান বণ্টন, অনুষদভিত্তিক বিভাগ, আসন সংখ্যা ও অন্য শর্তাবলি যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সংরক্ষিত ভর্তি নির্দেশিকা থেকে জানা যাবে। ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার স্থান, আসনবিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিশ আকারে প্রকাশ করা হবে।

২০২০/২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি/আলিম/সমমানের পরীক্ষায় এবং ০২০/২০২১/২০২২ সালে অনুষ্ঠিত এসসি/দাখিল/সমমানের পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীরা কয়েকটি শর্তে আবেদন করতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে