বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বশেমুরবিপ্রবিতে উদ্যোক্তা উৎসব

শিক্ষা জগৎ ডেস্ক
  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বশেমুরবিপ্রবিতে উদ্যোক্তা উৎসব

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) মার্কেটিং বিভাগের উদ্যোগে উদ্যোক্তা উৎসব অনুষ্ঠিত হয়েছে। হাতে কলমে শিক্ষার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ২৯ জানুয়ারি দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে। উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান উদ্যোক্তা উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. ঈশিতা রায়, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, মার্কেটিং বিভাগের সভাপতি ড. মো. শামসুল আরেফিন, কেন্দ্রীয় ক্যাফেটিয়ার প্রশাসক ড. বশির উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি মো. ফায়েকুজ্জামান মিয়াসহ মার্কেটিং বিভাগের অন্য শিক্ষকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে