নোবিপ্রবিতে ট্রিপল-ই ডে পালিত

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ট্রিপল-ই ডে-২০২৫ পালিত হয়েছে। নোবিপ্রবি ট্রিপল-ই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২৯ জানুয়ারি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। নোবিপ্রবি ট্রিপল-ই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. এস এম সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. আসাদুন নবী এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বেলস্নাল হোসাইন। অনুষ্ঠানমালার মধ্যে ছিল বর্ণাঢ্যর্ যালি, সার্কিট অলিম্পিয়াড, আইটি কুইজ, পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেস, লাইন ফলোইং রোবট, মোবাইল গেমিং, দাবা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ সময় আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।