জাবিতে ভর্তি পরীক্ষা শুরু ৯ ফেব্রম্নয়ারি
প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৯ ফেব্রম্নয়ারি শুরু হবে। চলবে ১৭ ফেব্রম্নয়ারি পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার শিক্ষা সৈয়দ মোহাম্মদ আলী রেজা ২৯ জানুয়ারি এ তথ্য জানান।
আলী রেজা জানান, ৯ ফেব্রম্নয়ারি সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হয়ে মোট ৫ শিফটে 'ডি' ইউনিটের ছাত্রীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন সোমবার প্রথম চার শিফটে 'ডি' ইউনিটের ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার প্রথম দুই শিফটে 'ই' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটে ছাত্রীদের এবং দ্বিতীয় শিফটে ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একইদিন ৩য় শিফট থেকে ৫ম শিফট পর্যন্ত 'এ' ইউনিটের ছাত্রীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া, ১২ ফেব্রম্নয়ারি পাঁচ শিফটে 'এ' ইউনিটের ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ছয় শিফটে 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম তিন শিফটে ছাত্রীদের এবং পরবর্তী তিন শিফটে ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার শেষ দিন ১৭ ফেব্রম্নয়ারি ১ম শিফটে 'সি১' ভর্তি পরীক্ষা এবং পরের তিন শিফটে 'বি' ইউনিটের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ২ শিফটে ছাত্রী এবং তৃতীয় শিফটে ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া, ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য লঁ-ধফসরংংরড়হ.ড়ৎম ওয়েবসাইটে পাওয়া যাবে।