জানার আছে অনেক কিছু

সাধারণ জ্ঞান

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন:সেমিকন্ডাক্টর চিপের সর্ববৃহৎ উৎপাদনকারী দেশ কোনটি? উত্তর:তাইওয়ান প্রশ্ন:ইটারপোলের নবম মহাসচিব কে? উত্তর:ভালডেসি উরকুইজা (ব্রাজিল) প্রশ্ন:বিশ্বের প্রথম কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইট বা উপগ্রহের নাম কী? উত্তর:খরমহড়ঝধঃ প্রশ্ন:জাতিসংঘ ঘোষিত নারী-কৃষকদের আন্তর্জাতিক বর্ষ কোনটি? উত্তর:২০২৬ প্রশ্ন:ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? উত্তর:রাশিয়া প্রশ্ন:পঞ্চাশের মন্বন্তর হয়েছিল ইংরেজি কত সালে? উত্তর:১৯৪৩ সালে প্রশ্ন:পারস্যের বর্তমান নাম কি? উত্তর: ইরান প্রশ্ন:এবহ ত এর জন্ম সময়কাল কত? উত্তর: ১৯৯৭-২০১২ প্রশ্ন:বাগদাদ নগরী কে প্রতিষ্ঠা করেন? উত্তর:খলিফা আবু জাফর আল মনসুর প্রশ্ন:দক্ষিণ ভারতের আদি অধিবাসীদের কী নামে অভিহিত করা হয় ? উত্তর: দ্রাবিড় প্রশ্ন:কোন দেশকে বজ্র ড্রাগনের দেশ বলা হয়? উত্তর:ভুটান প্রশ্ন:ভুটানের দাস প্রথা বিলুপ্ত হয় কত সালে? উত্তর:১৯৫৮ সালে প্রশ্ন:ভুটানের কত শতাংশ এলাকা অরণ্যবৃত? উত্তর:৭০% প্রশ্ন:জাতিসংঘের কার্যকরী ভাষা কয়টি? উত্তর:২টি প্রশ্ন:হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ হচ্ছেন কে? উত্তর:সুসি ওয়াইলস প্রশ্ন:যুক্তরাষ্ট্রের ৫০ তম ভাইস প্রেসিডেন্ট কে? উত্তর:জেমস ডেভিড ভ্যান্স প্রশ্ন:মালদ্বীপ কোন সাগরে অবস্থিত? উত্তর:ভারত মহাসাগর