বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র

মনিরুল হক রনি, প্রভাষক, সাভার সরকারি কলেজ, সাভার
  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র
একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র

৪৪. মানব মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন ও সাম্য-সমাজকর্মের কোন ধরনের মূল্যবোধের উদাহরণ?

ক) সামাজিক মূল্যবোধ খ) পরম মূল্যবোধ

গ) সুনির্দিষ্ট মূল্যবোধ ঘ) চরম মূল্যবোধ

উত্তর: খ) পরম মূল্যবোধ

৪৫. সমাজকর্ম অনুশীলনের চালিকাশক্তি এবং সমাজকর্মীদের পথ নির্দেশিকা হিসেবে আখ্যায়িত করা হয় কোন মূল্যবোধকে?

ক) সামাজিক মূল্যবোধ খ) সমাজকর্ম মূল্যবোধ

গ) প্রাতিষ্ঠানিক মূল্যবোধ ঘ) গণতান্ত্রিক মূল্যবোধ

উত্তর: খ) সমাজকর্ম মূল্যবোধ

৪৬. সমাজকর্মীরা যেসব নীতির আলোকে তাদের কার্যক্রম পরিচালনা করেন-

র) সকল কিছুর ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালন

রর) মানবকল্যাণে জ্ঞান, দক্ষতা ও সমর্থন প্রদান

ররর) যথাযথভাবে পেশাগত দায়িত্ব পালন

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর: ঘ) র, রর ও ররর

৪৭. 'ঞযব াধষঁব নধংব ড়ভ ংড়পরধষ ড়িৎশ ' গ্রন্থটির রচয়িতা কে?

ক) ড. অ. ঋৎরবফষধহফবৎ খ) ডরষনবৎঃ ঊ.গড়ড়ৎব

গ) ঈযধৎষবং ঝ. খবাু ঘ) জড়নবৎঃ খ ইধৎশবৎ

উত্তর: গ) ঈযধৎষবং ঝ. খবাু

৪৮. ঘঅঝড সর্বশেষ কত সালে 'ঈড়ফব ড়ভ বঃযরপং' সংশোধন করে?

ক) ১৯৬৭ সালে খ) ১৯৬৯ সালে

গ) ১৯৭২ সালে ঘ) ১৯৭৯ সালে

উত্তর: ঘ) ১৯৭৯ সালে

৪৯. ঈড়ঁহপরষ ড়হ ঝড়পরধষ ডড়ৎশ ঊফঁপধঃরড়হ গঠিত হয় কত সালে?

ক) ১৯৫২ সালে খ) ১৯৫৫সালে

গ) ১৯৬২ সালে ঘ) ১৯৬৫ সালে

উত্তর: ক) ১৯৫২ সালে

৫০. 'মূল্যবোধ হচ্ছে সম্ভাব্য বিভিন্ন লক্ষ্য থেকে পছন্দ করার এবং আচরণ মূল্যায়নের মানদন্ড'- সংজ্ঞাটি কে দিয়েছেন?

ক) মরেলেস এবং শেফার খ) এম স্পেন্সার

গ) ওয়েবস্টার ঘ) আর.এ স্কিডমোর

উত্তর: খ) এম স্পেন্সার

৫১. কোনটি মানুষের আচরণের মানদন্ড হিসেবে কাজ করে?

ক) সামাজিক মূল্যবোধ খ) সমাজকর্ম মূল্যবোধ

গ) প্রাতিষ্ঠানিক মূল্যবোধ ঘ) গণতান্ত্রিক মূল্যবোধ

উত্তর: ক) সামাজিক মূল্যবোধ

৫২. উইলিয়াম ই.উইকেনডেন-এর মতে পেশার বৈশিষ্ট্য কয়টি?

ক) ৪টি খ) ৫টি গ) ৬টি ঘ) ৭টি

উত্তর: ঘ) ৭টি

৫৩. নিচের কোনটি চরম মূল্যবোধের উদাহরণ?

ক) ভোটাধিকার খ) বাক স্বাধীনতা

গ) বৈষম্যহীনতা ঘ) গণতান্ত্রিক অধিকার

উত্তর: গ) বৈষম্যহীনতা

৫৪. পেশা সবসময় কীরূপ?

ক) সেবাধর্মী খ) মুনাফাভোগী

গ) ক্ষতিকর ঘ) লাভজনক

উত্তর: ক) সেবাধর্মী

৫৫. সমাজকর্ম মূল্যবোধকে সমাজকর্মের পথ নির্দেশক বলার কারণ-

র) দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও নিয়ন্ত্রণ করে

রর) আচরণ ও কার্যাবলী নিয়ন্ত্রণ করে

ররর) কর্ম অনুশীলনের সহায়ক ও অত্যাবশ্যক

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর 

উত্তর: ঘ) র, রর ও ররর 

৫৬. 'মূল্যবোধ কর্মকান্ডের সুনির্দিষ্ট লক্ষ্য নয় বরং লক্ষ্য নির্ণয়ের মানদন্ড।'- উক্তিটি কার?

ক) মরেলেস এবং শেফার খ) এ ই বেন

গ) এম জি থ্যাকারি ঘ) আর.এ স্কিডমোর

উত্তর: ক) মরেলেস এবং শেফার

৫৭. যেকোন পেশার মানদন্ড নির্ধারিত হয় -

ক) সামাজিক মূল্যবোধের ভিত্তিতে

খ) পেশাগত মূল্যবোধের ভিত্তিতে

গ) প্রাতিষ্ঠানিক মূল্যবোধের ভিত্তিতে

ঘ) গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে

উত্তর: খ) পেশাগত মূল্যবোধের ভিত্তিতে

৫৮. ইতিবাচক মূল্যবোধ কোন ধরনের মূল্যবোধ?

ক) সাধারণ খ) আচরণগত

গ) গুরুত্বভিত্তিক ঘ) কার্যকারিতাভিত্তিক

উত্তর: খ) আচরণগত

৫৯. সামাজিক মূল্যবোধ কোন ধরনের মূল্যবোধ এর অন্তর্ভুক্ত?

ক) কার্যকারিতাভিত্তিক খ) আচরণগত

গ) সাধারণ ঘ) গুরুত্বভিত্তিক

উত্তর: গ) সাধারণ

৬০. সমাজকর্ম মূল্যবোধের ভিত্তি কয়টি?

ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি

উত্তর: গ) ৪টি

৬১. মানবতাবোধ দিয়ে কিসের ভিত্তি রচিত হয়?

ক) সমাজকর্ম মূল্যবোধের খ) চরম মূল্যবোধের 

গ) সামাজিক মূল্যবোধের ঘ) গণতান্ত্রিক মূল্যবোধের

উত্তর: ক) সমাজকর্ম মূল্যবোধের

৬২. আচরণগত ভিত্তিতে মূল্যবোধের যে ভাগ লক্ষ্য করা যায়-

র) মুখ্য মূল্যবোধ

রর) ইতিবাচক মূল্যবোধ

ররর) নৈতিক মূল্যবোধ

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর: খ) রর ও ররর

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে