প্রশ্ন:বহুকোষী প্রাণীর পৌষ্টিকনালি এবং দেহপ্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানকে কি বলে?
উত্তর :সিলোম।
প্রশ্ন:প্রাণিজগতে কোন পর্বের প্রাণীদের সংখ্যা সবচেয়ে বেশি? উত্তর :আর্থ্রোপোডা
প্রশ্ন:মলাস্কা পর্বের প্রাণীদের নরমদেহ কি দ্বারা আবৃত থাকে?
উত্তর :ম্যান্টল।
প্রশ্ন:কর্ডাটা কি নামে পরিচিত?
উত্তর:কর্ডেট
প্রশ্ন:ভার্টিব্রাটার নটকর্ড শক্ত কশেরুকাযুক্ত কিসে পরিবর্তিত হয়?
উত্তর :মেরুদন্ডে
প্রশ্ন:স্নায়ুরজ্জুর সম্মুখ প্রান্ত স্ফীত হয়ে কিসেপরিণত হয়?
উত্তর :মস্তিস্কে
প্রশ্ন:জলজ ভার্টিব্রাটা কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়?
উত্তর :ফুলকার
প্রশ্ন:স্থলজ ভার্টিব্রাটা কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়। উত্তর :ফুসফুসের
প্রশ্ন:ক্ষতিকর পোকাদের কি বলা হয়?
উত্তর :পেস্ট জ্ঞানমূলক প্রশ্নোত্তর
প্রশ্ন:শ্রেণিবিন্যাস কী?
উত্তর :সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণিজগেক জানার জন্য এর বিন্যাস করার পদ্ধতিকে শ্রেণিবিন্যাস বলে।
প্রশ্ন:শ্রেণিবিন্যাসের জনক কে?
উত্তর :প্রকৃতিবিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণিবিন্যাসের জনক বলা হয়।
প্রশ্ন: দ্বিপদ নামকরণ কাকে বলে?
উত্তর :একটি জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশ বা পদবিশিষ্ট হয়। এই নামকরণকে দ্বিপদ বা বৈজ্ঞানিক নামকরণ বলে।
প্রশ্ন:মানুষের বৈজ্ঞানিক নাম লেখো।
উত্তর :মানুষের বৈজ্ঞানিক নাম হলো ঐড়সড় ংধঢ়রবহং
প্রশ্ন:প্রাণিজগেক কয়টি পর্বে ভাগ করা হয়েছে?
উত্তর :অ্যানিমেলিয়া জগেক ৯টি পর্বে ভাগ করা হয়েছে।
প্রশ্ন:প্রাণিজগতের বৃহত্তম পর্ব কোনটি?
উত্তর :প্রাণিজগতের বৃহত্তম পর্ব আর্থ্রোপোডা।
প্রশ্ন:ফিতাকৃমি কোন পর্বের প্রাণী?
উত্তর :ফিতাকৃমি পস্নাটিহেলমিনথিস পর্বের প্রাণী।
প্রশ্ন:ঝঢ়ড়হমরষষধ কোন পর্বের প্রাণী?
উত্তর :ঝঢ়ড়হমরষষধ পরিফেরা পর্বের প্রাণী।
প্রশ্ন:সিলোম কি ?
উত্তর :বহুকোষী প্রাণীর পৌষ্টিক নালি ও দেহপ্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানকে সিলোম বলে।
প্রশ্ন:নিডারিয়া পর্বের প্রাণীদের পূর্ব নাম কী ছিল?
উত্তর :নিডারিয়া পর্বের প্রাণীদের পূর্ব নাম ছিল সিলেন্টারেটা।
প্রশ্ন:উভচর প্রাণী কাকে বলে?
উত্তর :যেসব মেরুদন্ডী প্রাণী জীবনের প্রথম অবস্থায় পানিতে এবং পরিণত বয়সে ডাঙায় বাস করে তাদের উভচর প্রাণী বলে।
প্রশ্ন:হাইড্রা কোন পর্বের প্রাণী?
উত্তর :হাইড্রা নিডারিয়া পর্বের প্রাণী।
প্রশ্ন:নেফ্রিডিয়া কী?
উত্তর :অ্যানিলিডা পর্বের প্রাণীর রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া।
প্রশ্ন:নটোকর্ড কী?
উত্তর :নটোকর্ড হলো কর্ডাটা পর্বের প্রাণীদের একটি নরম, দন্ডাকার, দৃঢ় ও অখন্ডায়িত অঙ্গ।
প্রশ্ন:পেস্ট কাকে বলে?
উত্তর :প্রাণিজগতে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের মধ্যে ক্ষতিকর পোকাদের পেস্ট বলে।
প্রশ্ন:আরশোলার দেহের রক্তপূর্ণ গহ্বর কী নামে পরিচিত?
উত্তর :আরশোলার দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত।
প্রশ্ন:অরীয় প্রতিসম প্রাণী কি?
উত্তর :যে সমস্ত প্রাণীকে এদের দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিকবার সমান দুই অংশে ভাগ করা যায় তাকে অরীয় প্রতিসম প্রাণি বলে।
হ শিক্ষা জগৎ ডেস্ক