এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশ | ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
'মানুষ' ৩২. 'মানুষ' কবিতায় মসজিদে কী শিরনি ছিল? ক. বাতাসা খ. গোশত-রুটি গ. খিচুড়ি ঘ. জিলাপি উত্তর: খ. গোশত-রুটি ৩৩. মোলস্না সাহেব হেসে কুটি কুটি হয় কেন? ক. সাত দিন না খেয়ে থাকার কথা শুনে খ. ভুখারি চলে যাওয়ায় গ. শিরনি বেঁচে যাওয়ায় ঘ. পূজারির আশা পূরণ না হওয়ায় উত্তর: গ. শিরনি বেঁচে যাওয়ায় ৩৪. মোলস্না সাহেব অতিরিক্ত গোশত-রুটি কী করল? ক. ভুখারিকে দিয়ে দিল খ. মসজিদের সবাইকে ভাগ করে দিল গ. শিরনি দাতাকে ফেরত দিল ঘ. নিজে নিয়ে নিল উত্তর: ঘ. নিজে নিয়ে নিল ৩৫. মোলস্না সাহেব ভুখারিকে গোশত-রুটি দিল না কেন? ক. ভুখারি নামাজ পড়ে না বলে খ. গোশত-রুটি ফুরিয়ে গিয়েছিল বলে গ. ভুখারির গায়ে নোংরা লেগেছিল বলে ঘ. নিজে ভোগ করার লোভে উত্তর: ঘ. নিজে ভোগ করার লোভে ৩৬. ভুখারি কত বছর বয়সী? ক. ষাট বছর খ. সত্তর বছর গ. আশি বছর ঘ. নব্বই বছর উত্তর: গ. আশি বছর ৩৭. 'মানুষ' কবিতায় কবি কী ভেঙে ফেলতে বলেছেন? ক. মসজিদ-মন্দির খ. ভজনালয়ের তালা দেওয়া দ্বার গ. মোলস্না-পুরুতের বাড়িঘর ঘ. মোলস্না সাহেবের হাত উত্তর: খ. ভজনালয়ের তালা দেওয়া দ্বার ৩৮. 'মানুষ' কবিতায় কবি হাতুড়ি শাবল চালাতে বলেছেন কেন? ক. ভজনালয় ভাঙার জন্য খ. ভজনালয়ের বন্ধ দরজা খোলার জন্য গ. পূজারির ঘর ভাঙার জন্য ঘ. রাস্তা তৈরির জন্য উত্তর: খ. ভজনালয়ের বন্ধ দরজা খোলার জন্য ৩৯. পূজারীর মন্দিরের সামনে কে দাঁড়িয়ে আছে? ক. মোলস্না সাহেব খ. ক্ষুধার ঠাকুর গ. কালাপাহাড় ঘ. গজনি মামুদ উত্তর: খ. ক্ষুধার ঠাকুর ৪০. পূজারী ফিরিয়ে দেওয়ায় সমস্ত পথ জুড়ে ভুখারির কেমন লেগেছে? ক. ক্ষুধায় পেট জ্বলেছে খ. ক্লান্ত লেগেছে গ. মাথা ঘুরেছে ঘ. চোখে ঝাপসা দেখেছে উত্তর: ক. ক্ষুধায় পেট জ্বলেছে ৪১. পূজারী মন্দির বন্ধ করে দিলে ভুখারি কী করে? ক. দরজার সামনে বসে খ. দরজা ধাক্কাধাক্কি করে গ. সেখান থেকে চলে যায় ঘ. লোক ডাকাডাকি করে উত্তর: গ. সেখান থেকে চলে যায় ৪২. ভুখারি আশি বছর কী করেনি? ক. ভাত খায়নি খ. মিথ্যা কথা বলেনি গ. ভিক্ষা করেনি ঘ. খোদাকে ডাকেনি উত্তর: ঘ. খোদাকে ডাকেনি ৪৩. 'খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা?' লাইনটি কাজী নজরুল ইসলামের কোন মনোভাবের ধারক? ক. প্রতিবাদী মনোভাব খ. ধ্বংসাত্মক মনোভাব গ. বিনয়ী মনোভাব ঘ. হিংসাত্মক মনোভাব উত্তর: ক. প্রতিবাদী মনোভাব ৪৪. মোলস্না সাহেব কাকে দেখে বিরক্ত হন? ক. পূজারীকে খ. কালাপাহাড়কে গ. ভুখারিকে ঘ. চেঙ্গিস খানকে উত্তর:গ. ভুখারিকে ৪৫. মোলস্না সাহেব ভুখারির কথায় বিরক্ত হন কেন? ক. স্বার্থত্যাগের ভয়ে খ. ভুখারি নামাজ পড়ে না বলে গ. শিরনি দেয়ার সময় চলে আসায় ঘ. ভুখারি মন্দিরে গিয়েছিল বলে উত্তর: ক. স্বার্থত্যাগের ভয়ে ৪৬. কে পূজারীকে দুয়ার খুলতে বলেছে? ক. কালাপাহাড় খ. ভুখারি গ. কবি ঘ. চেঙ্গিস খান উত্তর:গ. কবি ৪৭. 'ঐ মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়' চরণটিতে ভুখারির কেমন মনোভাব প্রকাশ পেয়েছে? ক. অভিমান খ. ক্ষোভ গ. হিংসা ঘ. অসহায়ত্ব উত্তর: খ. ক্ষোভ ৪৮. মসজিদ মন্দিরে মানুষের দাবি নেই কেন? ক. মোলস্না পুরুত তালা লাগানোয় খ. মানুষ পার্থনা না করায় গ. মানুষ ধর্মবিরোধী কাজ করায় ঘ. ভুখারির সংখ্যা বেড়ে যাওয়ায় উত্তর: ক. মোলস্না পুরুত তালা লাগানোয় ৪৯. কবির মতে কবিতায় বর্ণিত মোলস্না পুরুত কেমন প্রকৃতির লোক? ক. ভালো মানুষ খ. দয়ালু গ. ভন্ড ঘ. অনিষ্টকারী উত্তর: গ. ভন্ড ৫০. 'মানুষ' কবিতায় ক্ষুধার্ত মানুষকে দেবতাজ্ঞান করে কী বলা হয়েছে? ক. ভুখারি খ. পূজারি গ. ক্ষুধার ঠাকুর ঘ. ক্ষুধার মানিক উত্তর: গ. ক্ষুধার ঠাকুর নিমগাছ ১. নিমের পাতা কোনটির অব্যর্থ মহৌষধ? ক. পেটের পীড়ার খ. মাথা ব্যথার গ. চর্মরোগের ঘ. কোষ্ঠকাঠিন্যের উত্তর: গ. চর্মরোগের ২. নিমের কচি ডাল চিবোলে কী উপকার পাওয়া যায়? ক. যকৃত ভালো থাকে খ. চোখ ভালো থাকে গ. দাঁত ভালো থাকে ঘ. মাথাব্যথা ভালো হয় উত্তর: খ. চোখ ভালো থাকে ৩. যকৃতের জন্য উপকারী কোনটি? ক. নিমের ডাল খ. নিমের ছাল গ. নিমের ফল ঘ. নিমের পাতা উত্তর: ঘ. নিমের পাতা ৪. নিমের কোন অংশটি অনেকে চিবিয়ে থাকে? ক. কচি ডাল খ. বয়স্ক পাতা গ. ছাল ঘ. শেকড় উত্তর: ক. কচি ডাল ৫. কবিরাজরা কিসের প্রশংসায় পঞ্চমুখ? ক. নিমের ফুলের খ. নিমের ফলের গ. নিমের ডালের ঘ. নিমের পাতার উত্তর: ঘ. নিমের পাতার ৬. কোনটি ঘটলে বিজ্ঞরা খুশি হন? ক. নিমগাছ কেটে ফেললে খ. নিমগাছের জন্য শান বাঁধিয়ে দিলে গ. বাড়ির পাশে নিমগাছ গজালে ঘ. নিমের পাতা ভেজে দিলে উত্তর: গ. বাড়ির পাশে নিমগাছ গজালে ৭. 'একটা নতুন ধরনের লোক এলো'- কে এলো? ক. কবিরাজ খ. কবি গ. লক্ষ্ণীবউ ঘ. বাউল উত্তর: খ. কবি ৮. কোন যুক্তিতে বিজ্ঞরা নিমগাছ কাটতে নিষেধ করেন? ক. নিমের ফল সুস্বাদু খ. নিমের পাতা উপকারী গ. নিমের হাওয়া ভালো ঘ. নিমের কাঠ টেকসই উত্তর: গ. নিমের হাওয়া ভালো ৯. 'সে আর এক আবর্জনা'-কী? ক. নিমের ছাল খ. বাঁধানো শান গ. নিমের ডাল ঘ. ভাজা বেগুন উত্তর: খ. বাঁধানো শান ১০. বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কী? ক. বীরবল খ. ভানুসিংহ গ. বনফুল ঘ. মতিহার উত্তর: গ. বনফুল হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়