বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ঢাবিতে অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার প্রদান

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ঢাবিতে অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার প্রদান
ঢাবিতে অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১০ জন মেধাবী শিক্ষার্থী 'অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার' লাভ করেছেন। ২০২২ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় তাদের এ পুরস্কার দেওয়া হয়।

অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ৩ ডিসেম্বর এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মেধাবী শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেন।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ফারাহ জামান সূচি, উসামা রাফিদ, তাহসীন নওয়ার, মো. রাফিজ খান, হোসাইন আজমল, মেহেদী হাসান, মো. তানজীর হোসাইন, নিগার সুলতানা, মেহনাজ লামিসা রহমান এবং নাহিদা সুলতানা সায়মা।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারপারসন অধ্যাপক রাশেদা ইরশাদ নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আহাদুজ্জামান মোহাম্মদ আলী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে