পাবিপ্রবিতে তিন দিনব্যাপী কর্মশালা
প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) 'ওয়ার্কশপ অন বেসিক কম্পিউটার ফর অফিসিয়াল কম্পিউটার সাপোর্ট' বিষয়ে তিন দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল-এর উদ্যোগে কর্মচারীদের জন্য তিন দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সেন্ট্রাল কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল এবং রিসোর্স পারসন হিসেবে ছিলেন পাবিপ্রবির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. আনোয়ার হোসেন।