বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইরানি চলচ্চিত্র উৎসব শুরু

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইরানি চলচ্চিত্র উৎসব শুরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইরানি চলচ্চিত্র উৎসব শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ইরানি চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ৩ ডিসেম্বর উৎসবের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রেজাউল করিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের রাষ্ট্রদূত মানসুর চাভোশি এবং ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়ে্যদ রেজা মির মুহাম্মদী।

অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষক সামির আহমেদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের

ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান ড. শাহ নিস্তার

জাহান কবীর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে