কুমিলস্না বিশ্ববিদ্যালয়ে (কুবি) 'সেপারেশন অব জুডিশিয়ারি: রিয়েলিটিস ইন বাংলাদেশ' বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। লোক প্রশাসন বিভাগের উদ্যোগে ৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ৫১১ নম্বর হল রুমে সেমিনারটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশন সভাপতি ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী ও বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান উপস্থিত ছিলেন। সেমিনারের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন (অবসরপ্রাপ্ত) সিনিয়র জেলা জজ এবং 'মাসদার হোসেন মামলার' বাদী মাসদার হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুর রহমান (জিবল) এবং ড. মো. সাজ্জাদ হোসেন। সেমিনারে আরও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামীমুল ইসলাম এবং লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোসা, শামসুন্নাহার ও আইন বিভাগের চেয়ারম্যান মো. আলী মোরর্শেদ কাজেম। এছাড়া লোক প্রশাসন ও আইন বিভাগের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।