বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র
একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র

৫০. উক্ত রিপোর্টে কয়টি সুপারিশ পেশ করা হয়?

ক) চারটি খ) পাঁচটি

গ) ছয়টি ঘ) সাতটি

উত্তর : খ) পাঁচটি

৫১. কত সালে জনস্বাস্থ্য আইন প্রণয়নের মাধ্যমে এবহবৎধষ ইড়ধৎফ ড়ভ ঐবধষঃয' গঠন করা হয়?

ক) ১৮৪২ সালে খ) ১৮৪৫ সালে

গ) ১৮৪৬ সালে ঘ) ১৮৪৭ সালে

উত্তর :ঘ) ১৮৪৭ সালে

৫২. কত সালে সমাজসেবায় পেশাগত শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়?

ক) ১৮৬৯ সালে খ) ১৮৭৩ সালে

গ) ১৮৯৩সালে ঘ) ১৮৯৭ সালে

উত্তর : গ) ১৮৯৩ সালে

৫৩. ১৬০১ সালের দরিদ্র আইনে কাদের ঝঃঁৎফু ইবমমবৎং বলা হতো?

ক) অক্ষম ভিক্ষুকদের খ) নির্ভরশীল ভিক্ষুকদের

গ) সক্ষম ভিক্ষুকদের ঘ) হতদরিদ্রদের

উত্তর : গ) সক্ষম ভিক্ষুকদের

৫৪. ১৮৩৪ সালের আইন প্রয়োগের ক্ষেত্রে অনুসরণ করা হয়-

র) কম যোগ্যতার নীতি

রর) শ্রমাগার পরীক্ষার নীতি

ররর) নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিকেন্দ্রীকরণ নীতি

নিচের কোনটি সঠিক?

ক) র খ) রর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ক) র

৫৫. 'দরিদ্রতার জন্য ব্যক্তি নিজেই দায়ী'-মন্তব্যটি কার?

ক) থমাস ম্যালথাসের খ) থমাস চালমাসের

গ) ম্যারি রিচমন্ডের ঘ) ফ্রিডল্যান্ডারের

উত্তর :খ) থমাস চালমাসের

৫৬. কে সর্বপ্রথম সমাজকর্মের প্রশিক্ষণ প্রদানের প্রস্তাব উত্থাপন করেন?

ক) মেরি রিচমন্ড খ) জোয়ান লুইস ভিভস

গ) বেঞ্জামিন থমসন ঘ) এনা এল ডয়েস

উত্তর :ঘ) এনা এল ডয়েস

৫৭. ঞৎধরহহরহম ঝপযড়ড়ষ ভড়ৎ অঢ়ঢ়ষরবফ চযরষধহঃযৎড়ঢ়ু-এর প্রতিষ্ঠাতা কে?

ক) মেরি রিচমন্ড খ) জোয়ান লুইস ভিভস

গ) বেঞ্জামিন থমসন ঘ) এনা এল ডয়েস

উত্তর :ক) মেরি রিচমন্ড

নিচের উদ্দীপকটি পড়ে ৫৮ ও ৫৯নং প্রশ্নের উত্তর দাও।

রফিক মিয়া একটি পোশাক কারখানায় চাকরি করতেন। পূর্বে তার কারখানায় অধিকাংশ কাজ সম্পাদন করা হতো শ্রমিকদের মাধ্যমে। কিন্তু বর্তমানে প্রায় ৮০ ভাগ কাজ করা হয় যন্ত্রনির্ভর ও বৈজ্ঞানিক পদ্ধতিতে। এর ফলে রফিক মিয়া কর্মহীন হয়ে পড়ে।

৫৮. উদ্দীপকটি নিচের কোনটিকে ইঙ্গিত করে?

ক) শিল্প বিপস্নব খ) কৃষি বিপস্নব

গ) উন্নয়ন ঘ) শিক্ষা বিপস্নব

উত্তর :ক) শিল্প বিপস্নব

৫৯. উক্ত বিষয়ের নেতিবাচক দিকের ক্ষেত্রে প্রযোজ্য হবে-

র) বেকারত্ব সৃষ্টি

রর) গণতন্ত্রের উদ্ভব

ররর) সামাজিক বন্ধনের শিথিলতা

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :গ) র ও ররর

৬০. ১৬০১ সালের দরিদ্র আইনে অক্ষম দরিদ্রদের পুনর্বাসনের জন্য কী ব্যবস্থা গ্রহণ করা হয়?

ক) শ্রমাগার খ) দরিদ্রাগার

গ) বাহ্যিক সাহায্য ঘ) কম খরচে ভরণপোষণের ব্যবস্থা

উত্তর : ক) শ্রমাগার

৬১. বিভরিজ রিপোর্টে কোন বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে?

ক) পারিবারিক নিরাপত্তা খ) সামাজিক নিরাপত্তা

গ) অর্থনৈতিক নিরাপত্তা ঘ) শ্রমিকের নিরাপত্তা

উত্তর : খ) সামাজিক নিরাপত্তা

৬২. কে শিল্প বিপস্নব প্রত্যয়টির নামকরণ করেন?

ক) কাল মার্কস খ) ওয়ারেন হেস্টিংস

গ) আর্নল্ড টয়েনবি ঘ) মার্ক টেইলর

উত্তর : গ) আর্নল্ড টয়েনবি

৬৩. জেরি এবং জেরি-এর মতে শিল্প বিপস্নবের মেয়াদকাল কত?

ক) ১৫৬০-১৬৫০ খ) ১৬৬০-১৭৬০

গ) ১৭৬০-১৮৫০ ঘ) ১৮৬০-১৯৫০

উত্তর :গ) ১৭৬০-১৮৫০

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে