বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
জানার আছে অনেক কিছু
জানার আছে অনেক কিছু

প্রশ্ন :সম্রাটদের মধ্যে কে 'রাজকুমার সেলিম' নামেও পরিচিত ছিলেন?

উত্তর :জাহাঙ্গীর

প্রশ্ন :আরঙ্গজেবের মৃতু্যর পর তার উত্তরাধিকারীদের মধ্যে সিংহাসনের দখল নিয়ে যুদ্ধ বাধে। সেই যুদ্ধের নাম কী?

উত্তর :বাহাদুরপুরের যুদ্ধ

প্রশ্ন :সপ্তম শতাব্দীতে কোন শহরটি চোল রাজ্যের রাজধানী ছিল?

উত্তর :কুম্বকোনম

প্রশ্ন :কে ১৭৩৯ খ্রিষ্টাব্দে দিলিস্ন আক্রমণ করেছিলেন ও কোহিনূর হীরে লুট করেছিলেন?

উত্তর :নাদির শাহ

প্রশ্ন :তালিকোটার যুদ্ধে পরাজয়ের ফলে কোন হিন্দুরাজ্যের পতন হয়েছিল?

উত্তর :বিজয়নগর

প্রশ্ন :কোন শহরে ১৫০০ খ্রিষ্টাব্দে প্রথম ইউরোপীয় উপনিবেশ গড়ে উঠেছিল?

উত্তর :কোচিন

প্রশ্ন :ভারতীয় ইতিহাসের কোন বিখ্যাত ব্যক্তি মিষ্টির ঝুড়িতে নিজেকে লুকিয়ে আগ্রা থেকে পালিয়েছিলেন?

উত্তর :শিবাজী

প্রশ্ন :১৬০০-১৬০১ খ্রিষ্টাব্দে আকবর কোন দুর্গটি অধিকার করেছিলেন যার ফলে পরবর্তীকালে মোগলদের দাক্ষিণাত্য অভিযানের পথ সুগম হয়েছিল?

উত্তর :আসিরগড়

প্রশ্ন :হরপ্পা এবং প্রাক-হরপ্পা- উভয় সভ্যতারই ধ্বংসাবশেষের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোন স্থানে আবিষ্কৃত হয়েছে?

উত্তর :কালিবাঙ্গান

প্রশ্ন :মুহম্মদ বিন তুঘলক দিলিস্নতে যে নগরের প্রতিষ্ঠা করেছিলেন তার নাম কী?

উত্তর :জাহাপনা

প্রশ্ন :শিবাজীর পুত্র এবং সিংহাসনের উত্তরাধিকারী কে ছিলেন?

উত্তর :শম্ভজী

প্রশ্ন :মহারাজা সোয়াই জয় সিংহ ১৭২৭ খ্রিষ্টাব্দে কোন শহর প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর :জয়পুর

প্রশ্ন :ভোজ কোন বংশের রাজা ছিলেন?

উত্তর :গুর্জর প্রতিহার

প্রশ্ন :গজনীর মামুদ হিন্দুদের কোন বিখ্যাত শিবমন্দির ধ্বংস করে দিয়েছিলেন?

উত্তর :সোমনাথ

প্রশ্ন :চতুর্থ থেকে একাদশ শতাব্দীর মধ্যে পান্ড্য রাজাদের রাজধানী তামিলনাড়ুর কোন শহরটি ছিল?

উত্তর :মাদুরাই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে