শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর সঙ্গে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমের (আইএফইএস) প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। উপাচার্যের কার্যালয়ে ২ ডিসেম্বর তারা এই সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় আইএফইএস-এর প্রতিনিধি দলের পক্ষে উপস্থিত ছিলেন কান্ট্রি ডিরেক্টর ড. তানিয়েল তাইসি, ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আয়নুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা রাকিবুল ইসলাম, শাবিপ্রবির অধ্যাপক ড. জায়েদা শারমিন ও সহযোগী অধ্যাপক ড. মো. এমদাদুল হক। প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার ধারাবাহিক উন্নতির কথা তুলে ধরেন। এর আগে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের তত্ত্বাবধানে 'ডেমোক্র্যাসি: ফ্রম থিওরি টু প্র্যাক্টিস'- নন ক্রেডিট কোর্সের ওপর একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়।
উলেস্নখ্য, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত আইএফইএস একটি অলাভজনক সংস্থা- যা বিশ্বব্যাপী গণতন্ত্রকে এগিয়ে নিতে প্রতিশ্রম্নতিবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে।