প্রশ্ন :বিক্রমাঙ্কচরিতের রচয়িতা কে?
উত্তর :বিলহন
প্রশ্ন :আলাউদ্দিনের প্রধান সেনাপতির নাম কী ছিল?
উত্তর :মালিক কাফুর
প্রশ্ন : শৈলেন্দ্র বংশের স্থাপত্যশিল্পের শ্রেষ্ঠ নিদর্শন কী?
উত্তর :বরবুদরের মন্দির
প্রশ্ন :বাংলা সাহিত্যের উন্নতিকল্পে কোন সুলতানের পৃষ্ঠপোষকতা স্মরণীয়?
উত্তর :আলাউদ্দীন হুসেন শাহ
প্রশ্ন :কনিষ্কের রাজধানীর নাম কী?
উত্তর :পুরুষপুর
প্রশ্ন :দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের সৈন্যবাহিনী হিমুকে পরাজিত করে। হিমু কার সেনাপতি ছিলেন?
উত্তর :আদিল শাহ
প্রশ্ন :রাষ্ট্রকূটদের শ্রেষ্ঠ শিল্পকীর্তির নাম কী?
উত্তর :ইলোরার কৈলাশনাথ মন্দির
প্রশ্ন :পালযুগে বৌদ্ধ ধর্মশাস্ত্রে ও দর্শনে সর্বশ্রেষ্ঠ বাঙালি পন্ডিত কে ছিলেন?
উত্তর : অতীশ শ্রীজ্ঞান দীপঙ্কর
প্রশ্ন : রাজ্যাভিষেকের পরেই কে 'আলমগীর' উপাধি গ্রহণ করেন?
উত্তর : আরঙ্গজেব
প্রশ্ন : শেরশাহ কত বছর রাজত্ব করেছিলেন?
উত্তর :পাঁচ
প্রশ্ন :প্রথম কুষাণ রাজা কে ছিলেন?
উত্তর : প্রথম কুজুল কদফিসেস
প্রশ্ন : নরসিংহ বর্মণ কোন বংশের রাজা ছিলেন?
উত্তর :পলস্নব
প্রশ্ন : কে প্রথম ঘোড়ায় করে দ্রম্নত ডাক চলাচলের ব্যবস্থা করেন?
উত্তর : শেরশাহ
প্রশ্ন : ভারতের কোন শাসক ওমর শেখ মির্জার পুত্র?
উত্তর :বাবর
প্রশ্ন : কোনটির সঙ্গে আকবরের নাম জড়িত?
উত্তর :এলাহাবাদ শহর প্রতিষ্ঠা
প্রশ্ন :মোহাম্মদ কুলি কুতুব শাহী নির্মাণ করেছিলেন-
উত্তর :চারমিনার
প্রশ্ন :কিসের স্মারক চিহ্ন হিসেবে হায়দরাবাদ শহরে চার মিনার তোরণ প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর :শহরের মারাত্মক পেস্নগ রোগের অবসান
প্রশ্ন : কোন ঐতিহাসিক ব্যক্তি 'মহীশূরের বাঘ' নামে বিশেষ পরিচিত ছিল?
উত্তর : টিপু সুলতান