খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) রোর্টাযাক্ট ক্লাবের উদ্যোগে আন্তঃবিভাগ কুইজ প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 'ফুয়েল ইওর কিউরিসিটি, শেপ ইওর জার্নি' স্স্নোগানে আয়োজিত প্রতিযোগিতার সমাপনী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী হয়েছে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রযুক্তি বিভাগের একটি দল।
বিজয়ী দলের সদস্যরা হলেন- শাহ সুলতান সজীব, রাতুল দাস ও আব্দুলস্নাহ আল রিফাত।
বিভিন্ন বিভাগের ২১২টি দলকে পেছনে ফেলে তারা এ কীর্তি অর্জন করেন।
বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নুরুন্নবী খান। এ প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছেন, পদার্থবিজ্ঞান বিভাগের মোহাম্মদ নাফিউজ্জামান তালুকদার, রিজভী আহমেদ রিজু ও মোনায়েম হোসেন মাহিনের দল। দ্বিতীয় রানার্সআপ হয়েছেন, আইন ডিসিপিস্ননের শিপন চন্দ্র পাল, আরাফাত রহমান ও বোরহান হোসেনের দল।