বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ০৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র
একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র

১১. ত্রয়োদশ শতক পর্যন্ত ইংল্যান্ডে দরিদ্র ও অসহায় শ্রেণির মানুষকে সহায়তায় নিয়োজিত ছিল-

র) চার্চ রর) গির্জা ররর) প্যারিস

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ক) র ও রর

১২. ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইন ছিল-

ক) পূর্ববর্তী দরিদ্র আইনগুলোর সংকলন

খ) সম্পূর্ণ একটি নতুন দরিদ্র আইন

গ) একটি পুনরুজ্জীবিত মৃত আইন

ঘ) পূর্বের আইনের একটি সংস্করণ

উত্তর : ক) পূর্ববর্তী দরিদ্র আইনগুলোর সংকলন

১৩. 'কম যোগ্যতার নীতি' কোন দরিদ্র আইনের অন্যতম বৈশিষ্ট্য?

ক) ১৬০১ সালের দরিদ্র আইনের

খ) ১৮৩৪ সালের দরিদ্র আইনের

গ) ১৯০৫ সালের দরিদ্র আইনের

ঘ) বিভারিজ রিপোর্টের

উত্তর : খ) ১৮৩৪ সালের দরিদ্র আইনের

১৪. বিভারিজের সুপারিশের ওপর ভিত্তি করে ইংল্যান্ডে কয়টি সামাজিক আইন প্রণীত হয়?

ক) চারটি খ) পাঁচটি

গ) ছয়টি ঘ) সাতটি

উত্তর : খ) পাঁচটি

১৫. ১৯৪৬ সালের বীমা আইন অনুযায়ী কয় ধরনের মাতৃত্ব সুবিধা দেওয়া হয়?

ক) ৩ ধরনের খ) ৪ ধরনের

গ) ৫ ধরনের ঘ) ৬ ধরনের

উত্তর : ক) ৩ ধরনের

১৬. ইংল্যান্ডের দান সংগঠন সমিতি গঠিত হয় কত সালে?

ক) ১৮৬৯ সালে খ) ১৮৭৭ সালে

গ) ১৯৫২ সালে ঘ) ১৯৫৫ সালে

উত্তর : ক) ১৮৬৯ সালে

১৭. আমেরিকায় দান সংগঠন সমিতি প্রতিষ্ঠিত হয় কত সালে?

ক) ১৮৬৯ সালে খ) ১৮৭৭ সালে

গ) ১৯৫২ সালে ঘ) ১৯৫৫ সালে

উত্তর : খ) ১৮৭৭ সালে

১৮. ইংল্যান্ডে বাণিজ্যিক মন্দা দেখা দেয় কত সালে?

ক) ১৮৬০ সালে খ) ১৮৭৩ সালে

গ) ১৯৫২ সালে ঘ) ১৯৫৫ সালে

উত্তর : ক) ১৮৬০ সালে

১৯. '১৮৩৪ সালের সংস্কার আইনটি দরিদ্রদের দমনের নীলনকশা ছাড়া আর কিছুই নয়।'-

উক্তিটি কার?

ক) রিচার্ড ওয়েস্টলার খ) ওয়েভ

গ) ডিসরেইলি ঘ) চার্লস ডিকেন্স

উত্তর :খ) ওয়েভ

২০. ১৮৩৪ সালের দরিদ্র আইনকে 'দরিদ্রদের জেলখানা' বলে আখ্যায়িত করেছেন কে?

ক) রিচার্ড ওয়েস্টলার খ) ওয়েভ

গ) ডিসরেইলি ঘ) চার্লস ডিকেন্স

উত্তর :খ) ওয়েভ

২১. 'ইংল্যান্ডে দরিদ্রদের জন্ম নেয়াটা পাপ।'-১৮৩৪ সালের দরিদ্র আইন সম্পর্কে এই মন্তব্যটি কার?

ক) রিচার্ড ওয়েস্টলার খ) ওয়েভ

গ) ডিসরেইলি ঘ) চার্লস ডিকেন্স

উত্তর :গ) ডিসরেইলি

২২. আমেরিকার গৃহযুদ্ধের সময়কাল কত?

ক) ১৮৬০-১৮৭০ খ) ১৮৬৫-১৮৭১

গ) ১৮৬২-১৮৭২ ঘ) ১৮৬৫-১৮৭৫

উত্তর : খ) ১৮৬৫-১৮৭১

২৩. আমেরিকায় অর্থনৈতিক মন্দা দেখা দেয় কত সালে?

ক) ১৮৬৯ সালে খ) ১৮৭৩ সালে

গ) ১৯৫২ সালে ঘ) ১৯৫৫ সালে

উত্তর : খ) ১৮৭৩ সালে

২৪. সমাজকর্ম পেশার বিকাশে ঈঙঝ-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো-

ক) আধুনিক সমাজকর্মের বিকাশ

খ) সমাজকর্মের পেশাগত শিক্ষার সূচনা

গ) সমাজকর্ম পদ্ধতির বিকাশ

ঘ) শিল্পায়নের ক্রমবিকাশ

উত্তর : খ) সমাজকর্মের পেশাগত শিক্ষার সূচনা

২৫. স্যার উইলিয়াম বিভারিজ ছিলেন একজন-

র) অর্থনীতিবিদ রর) আইনবিদ ররর) সরকারের একজন মন্ত্রী

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ক) র ও রর

২৬. স্যার উইলিয়াম বিভারিজ সামাজিক উন্নয়নের প্রতিবন্ধক হিসেবে কয়টি বিষয়কে চিহ্নিত করেছেন?

ক) চারটি খ) পাঁচটি

গ) ছয়টি ঘ) সাতটি

উত্তর : খ) পাঁচটি

২৭. বিভারিজ রিপোর্টে কয়টি সুপারিশ করা হয়?

ক) চারটি খ) পাঁচটি

গ) ছয়টি ঘ) সাতটি

উত্তর :খ) পাঁচটি

২৮. বিভারিজ রিপোর্ট বাস্তবায়নের জন্য কয়টি মূলনীতি উলেস্নখ করা হয়?

ক) চারটি খ) পাঁচটি গ) ছয়টি ঘ) সাতটি

উত্তর : গ) ছয়টি

২৯. বিভারিজ রিপোর্টে সর্বশেষ জনসংখ্যাকে কয়টি শ্রেণিতে ভাগ করা হয়?

ক) তিনটি খ) পাঁচটি গ) ছয়টি ঘ) সাতটি

উত্তর : ক) তিনটি

৩০. ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা কর্মসূচি গড়ে উঠেছে কিসের ওপর ভিত্তি করে?

ক) ১৬০১ সালের দরিদ্র আইনের ওপর

খ) ১৮৩৪ সালের দরিদ্র আইনের ওপর

গ) ১৯০৫ সালের দরিদ্র আইনের ওপর

ঘ) বিভারিজ রিপোর্টের ওপর

উত্তর : ঘ) বিভারিজ রিপোর্টের ওপর

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে