বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
জানার আছে অনেক কিছু
চীনের প্রাচীর

প্রশ্ন : এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালি?

উত্তর : বাবেল মান্দেব প্রণালি।

প্রশ্ন : বিশ্বের কোন দেশ সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত?

উত্তর : চীন।

প্রশ্ন : দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয়?

উত্তর : বাফার রাষ্ট্র।

প্রশ্ন : কোন দেশের সংবিধান সবচেয়ে ছোট?

উত্তর : যুক্তরাষ্ট্রের।

প্রশ্ন : সেন বংশের শাসনকালে 'পবনদূত' রচিত হয়। এটির রচয়িতার নাম কী?

উত্তর : ধোয়ী

প্রশ্ন : খ্রিষ্টীয় ৯শ' থেকে ১২শ' শতক পর্যন্ত কোন বংশ আজমীর ও দিলিস্ন অঞ্চলে প্রতিপত্তির সঙ্গে রাজত্ব করেছিল ও মুসলমান আক্রমণ প্রতিরোধে সচেষ্ট ছিল?

উত্তর : চৌহান বংশ

প্রশ্ন : কোন রাজা সুলতান মামুদের ভারত আক্রমণের সময় পরাজিত হন এবং পরাজয়ের গস্নানি ভোলার জন্য শেষ পর্যন্ত আত্মহত্যা করেন?

উত্তর : আনন্দ পাল

প্রশ্ন : বাহমনী বংশ কে প্রতিষ্ঠা করেন?

উত্তর : আলাউদ্দীন বাহমনী শাহ

প্রশ্ন : 'তিনি ছিলেন বিচক্ষণা, ন্যায়পরায়না, দয়াবতী, প্রজাহিতৈষিণী, বিদুষী, সমরকুশলা ও রাজোচিত গুণসম্পন্ন।' কার সম্পর্কে এ কথা ঐতিহাসিক মিনহাজ-উস-সিরাজ বলেছিলেন?

উত্তর : রাজিয়া সুলতানা

প্রশ্ন : ব্রহ্মজিৎ গৌড় কে ছিলেন?

উত্তর : শেরশাহের হিন্দু সেনাপতি

প্রশ্ন :শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?

উত্তর :কর্ণসুবর্ণ

প্রশ্ন :হলদিঘাটের যুদ্ধে মোগলদের প্রধান সেনাপতি কে ছিলেন?

উত্তর :মানসিংহ

প্রশ্ন :বাংলার ইতিহাসে প্রথম নির্বাচিত রাজার নাম কী?

উত্তর :গোপাল

প্রশ্ন :কতজন মন্ত্রী শিবাজীকে রাজকার্যে সরাসরি সহায়তা করতেন?

উত্তর :আটজন

প্রশ্ন : শিখদের সর্বশেষ ধর্মগুরুর নাম কী?

উত্তর : গুরু গোবিন্দ সিংহ

প্রশ্ন : চতুরাশ্রমের শেষ পর্যায়ের নাম কী?

উত্তর : সন্ন্যাস

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে