বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

যবিপ্রবিতে বিএমবি বিভাগের নবীনবরণ

শিক্ষা জগৎ ডেস্ক
  ০২ ডিসেম্বর ২০২৪, ০০:০০
যবিপ্রবিতে বিএমবি বিভাগের নবীনবরণ
যবিপ্রবিতে বিএমবি বিভাগের নবীনবরণ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগ প্রথম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে। কেক কাটা, ফুল ও ক্রেস্ট প্রদানসহ নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে বিভাগটির অ্যাকাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। যবিপ্রবিতে বিভাগটির নিজস্ব শ্রেণিকক্ষে ২৭ নভেম্বর প্রথম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।

বিএমবি বিভাগের চেয়ারম্যান ড. মো. আলাউদ্দিনের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ড. ফারজানা সুলতানা, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ওমর ফারুক, বিএমবি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী তানভি আক্তার তমা প্রমুখ। নবীনবরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী নিশাত চাঁদনী লিজা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে