একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২৪, ০০:০০

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
৭২. প্রতিটি ব্যক্তির সমাজের প্রতি যে দায়িত্ব থাকে, তা সুষ্ঠুভাবে পালনে না করলে কী ঘটে? ক) সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হয় খ) সমাজ দ্রম্নত পরিবর্তন হয় গ) সমাজের ভারসাম্য নষ্ট হয় ঘ) সমাজ মন্র হয়ে পড়ে উত্তর : খ) সমাজ দ্রম্নত পরিবর্তন হয় ৭৩. সমাজকর্মের মূল লক্ষ্য পর্যালোচনা করলে পাওয়া যায়- র) ক্ষমতার বিকাশ রর) ক্ষমতার উন্নয়ন ররর) ক্ষমতার সংরক্ষণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ঘ) র, রর ও ররর ৭৪. সমাজকর্মের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো- ক) বস্তুগত সহায়তা প্রদান খ) সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা গ) সামগ্রিক কল্যাণ সাধন ঘ) সামাজিক পরিবর্তন আনয়ন উত্তর : গ) সামগ্রিক কল্যাণ সাধন ৭৫. সমাজকর্ম সাহায্যার্থীকে কীভাবে সেবা প্রদান করে? ক) অর্থের মাধ্যমে খ) সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে গ) উৎসাহ প্রদানের মাধ্যমে ঘ) আইনি সহায়তার মাধ্যমে উত্তর : খ) সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে ৭৬. পৃথিবীতে সমাজকল্যাণের যাত্রা শুরু হয়- ক) পারস্পরিক বোধ থেকে খ) ধর্মীয় বোধ থেকে গ) ব্যক্তিগত বোধ থেকে ঘ) খ ও গ উত্তর : ঘ) খ ও গ \হ৭৭. সক্ষমকারী পেশা বলতে কী বোঝায়? ক) সমাজকর্মী নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠা খ) সমস্যাগ্রস্ত ব্যক্তির চাকরির ব্যবস্থা করা গ) সমস্যাগ্রস্ত ব্যক্তিকে আর্থিকভাবে সাহায্য করা ঘ) সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিজের সামর্থ্যে স্বাবলম্বী করে গড়ে তোলা উত্তর :ঘ) সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিজের সামর্থ্যে স্বাবলম্বী করে গড়ে তোলা ৭৮. 'ওহঃৎড়ফঁপঃরড়হ :ড় ঝড়পরধষ ডবষভধৎব' গ্রন্থের লেখক কে? ক) ডবিস্নউ এ ফ্রিডল্যান্ডার খ) স্কিডমোডর ও থ্যাকারি গ) রবার্ট এল বার্কার ঘ) মোরেলেস ও শেফার উত্তর :ক) ডবিস্নউ এ ফ্রিডল্যান্ডার সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট ১. ইংল্যান্ডে কে সর্বপ্রথম সরকারি পর্যায়ে দরিদ্রের সাহায্য কার্যক্রম সংক্রান্ত প্রথম আইনগত পদক্ষেপ গ্রহণ করেন? ক) রানী এলিজাবেথ খ) রাজা অষ্টম হেনরি গ) রাজা তৃতীয় এডওয়ার্ড ঘ) স্যার উইলিয়াম হেনরি বিভারিজ উত্তর :খ) রাজা অষ্টম হেনরি ২. গিল্ড কী? ক) সামাজিক সংঘ খ) বণিক সংঘ গ) সাংস্কৃতিক সংঘ ঘ) রাজনৈতিক সংঘ উত্তর : ক) সামাজিক সংঘ ৩. 'ডি সাবভেনশন পপারাম' (উব ঝঁনাবহঃরড়হ চধঁঢ়বৎঁস) কর্মসূচির উদ্যোক্তা কে ছিলেন? ক) মার্টিন লুথার খ) জোয়ান লুইস ভিভস গ) বেঞ্জামিন থমসন ঘ) ফাদার ভিনসেন্ট ডি পল উত্তর :খ) জোয়ান লুইস ভিভস ৪. 'বস্ন্যাক ডেথ' সংঘটিত হয় কত সালে? ক) ১৯৪৮ সালে খ) ১৯৫০ সালে গ) ১৯৫২ সালে ঘ) ১৯৫৫ সালে উত্তর :ক) ১৯৪৮ সালে ৫. কোন রোগের প্রাদুর্ভাবকে 'বস্ন্যাক ডেথ' হিসেবে আখ্যায়িত করা হয়? ক) ডায়রিয়া খ) ম্যালেরিয়া গ) পেস্নগ ঘ) ডিফথেরিয়া উত্তর :গ) পেস্নগ ৬. ইংল্যান্ডের প্রথম দরিদ্র আইন হিসেবে স্বীকৃত আইনটি মূলত একটি- র) শ্রমিক আইন রর) মাতৃত্ব কল্যাণ আইন ররর) ভিক্ষুক পুনর্বাসন আইন নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ক) র ৭. দরিদ্র আইনের ভিত্তিভূমি হিসেবে বিবেচনা করা হয় কোন দেশকে? ক) ভারত খ) মার্কিন যুক্তরাষ্ট্র গ) ইংল্যান্ড ঘ) জার্মানি উত্তর : গ) ইংল্যান্ড ৮. ইংল্যান্ডে দরিদ্র আইনগুলো করা হয়েছিল কোন শতাব্দীতে? ক) দ্বাদশ শতাব্দী থেকে চতুর্দশ শতাব্দীতে খ) ত্রয়োদশ শতাব্দী থেকে পঞ্চদশ শতাব্দীতে গ) পঞ্চদশ শতাব্দী থেকে বিংশ শতাব্দীতে ঘ) চতুর্দশ শতাব্দী থেকে বিংশ শতাব্দীতে উত্তর : ঘ) চতুর্দশ শতাব্দী থেকে বিংশ শতাব্দীতে ৯. প্রাথমিক পর্যায়ে বিশ্বব্যাপী দানকার্যক্রমসহ সমাজসেবা কার্যক্রম পরিচালিত হতো কিসের ভিত্তিতে? র) মানবপ্রেম রর) সামাজিক দায়িত্ববোধ ররর) ধর্মীয় অনুপ্রেরণা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ঘ) র, রর ও ররর ১০. ইংল্যান্ডে দরিদ্র আইনগুলোর মূল উদ্দেশ্য ছিল- র) দরিদ্রদের অবস্থার উন্নয়ন রর) ভিক্ষাবৃত্তি রোধ ররর) সক্ষমদের কাজ করতে বাধ্য করা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ঘ) র, রর ও ররর হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়