সাধারণ জ্ঞান

জানার আছে অনেক কিছু

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
সারাহ গিলবার্ট
প্রশ্ন :কার নেতৃত্বে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা আবিষ্কার করা হয়? উত্তর : সারাহ গিলবার্ট। প্রশ্ন :বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় কবে? উত্তর :১৯৯১। প্রশ্ন :সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র কত তারিখে গৃহীত হয়? উত্তর :১০ ডিসেম্বর, ১৯৪৮। প্রশ্ন : বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর :এ এস এম সায়েম। প্রশ্ন : বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা কে? উত্তর :অ্যাটর্নি জেনারেল। প্রশ্ন :বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয়? উত্তর :যশোর ও সিলেট। প্রশ্ন :গেরিলা চলচ্চিত্রের পরিচালক কে? উত্তর : নাসিরউদ্দিন ইউসুফ। প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত 'ধীরে বহে মেঘনা' চলচ্চিত্রের নির্মাতা কে? উত্তর : আলমগীর কবির। প্রশ্ন : ল্যান্স নায়েক নূর মোহাম্মদ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? উত্তর :৮ নম্বর। প্রশ্ন :দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ হয় উত্তর : ১১ মে, ২০১৮। প্রশ্ন :পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করা হয় ্ত উত্তর : ২৫ জুন, ২০২২। প্রশ্ন :অপরাজেয় বাংলার স্থপতি কে? উত্তর :সৈয়দ আব্দুলস্নাহ খালেদ। প্রশ্ন :কোন ভিটামিনের অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায়? উত্তর :ভিটামিন-ই প্রশ্ন :ইন্টারনেট চালু হয় কত সালে? উত্তর : ১৯৬৯। প্রশ্ন : ভারত উপমহাদেশে বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পান ্ত উত্তর :সিভি রমন। প্রশ্ন : ম্যাকমোহন লাইন কোন দেশের সীমারেখা? উত্তর :ভারত ও চীন। প্রশ্ন : সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করে? উত্তর :লোহিত সাগর ও ভূমধ্যসাগর। প্রশ্ন :আমেরিকা কার কাছ থেকে স্বাধীনতা লাভ র্কতে উত্তর :ব্রিটেন প্রশ্ন : মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষের নাম কী? উত্তর :সিনেট।