জানার আছে অনেক কিছু

সাধারণ জ্ঞান

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
আতাকামা মরুভূমি
প্রশ্ন : সার্কের (ঝঅঅজঈ) কোন সদস্য দেশের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? উত্তর : বাংলাদেশ। প্রশ্ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ প্রদান করেন? উত্তর : রাষ্ট্রপতি। প্রশ্ন : মাতৃতান্ত্রিক পরির্বাত উত্তর : খাসিয়াদের। প্রশ্ন : বিশ্ব ব্যাংকের অঙ্গসংগঠন নয় কোনটি? উত্তর : ওঋঅউ প্রশ্ন : ভাওয়াইয়া বাংলাদেশের কোন অঞ্চলের গান্ত উত্তর : রংপুর প্রশ্ন : ১৯৭০ সালে জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসনে জয় লাভ করেছিল? উত্তর : ১৬৭। প্রশ্ন : স্বাধীন বাংলাদেশে কখন পতাকা উত্তোলন করা হয়? উত্তর : ২ মার্চ। প্রশ্ন : জাতিসংঘের অফিসিয়াল ভাষা ্ত উত্তর : ৬। প্রশ্ন : উজবেকিস্তানের মুদ্রার নাম ্ত উত্তর : সোম। প্রশ্ন : আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য দেশ কয়টি? উত্তর : ১২৩। প্রশ্ন : প্রেক্ষিত পরিকল্পনা কোন মেয়াদে বাস্তবায়ন হবে? উত্তর : ২০২১-৪১। প্রশ্ন : কারাগারের রোজনামচা প্রবন্ধটিতে কোন সময়কালের স্মৃতি স্থান পেয়েছে? উত্তর : ১৯৬৬-৬৮। প্রশ্ন : প্রাচীন ভারতে কে সর্বপ্রথম সর্বভারতীয় ঐক্য স্থাপন করেন? উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য। প্রশ্ন : আতাকামা মরুভূমি কোন দেশে অবস্থিত? উত্তর : চিলি। প্রশ্ন : 'এভিন কারাগার' কোন দেশে অবস্থিত? উত্তর : ইরান। প্রশ্ন : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর : ৪ জানুয়ারি, ১৯৭২। প্রশ্ন : জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কোন জেলায় অবস্থিত? উত্তর : ময়মনসিংহ। প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধে গেরিলা দল 'ক্র্যাক পস্নাটুন' কোন সেক্টরের অধীনে ছিল? উত্তর : ২।