বুয়েটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। দুই ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ভর্তি পরীক্ষার আবেদন ৩০ নভেম্বর থেকে শুরু হয়েছে। চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে ভর্তির আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা। এছাড়া, ১৫ ডিসেম্বর বিকাল ৩টা পর্যন্ত মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ভর্তির আবেদন ফি জমা দেওয়া যাবে। আবেদনকারীদের অনলাইনে আবেদন পূরণকালীন সময়ে প্রাথমিক আবেদন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে। পরবর্তী সময়ে যেসব আবেদনকারী প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হবেন, তাদের 'ক' গ্রম্নপের জন্য ৮০০ টাকা এবং 'খ' গ্রম্নপের জন্য ১০০০ টাকা প্রদান করতে হবে। এ টাকা জমা দিয়ে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। পরবর্তী সময়ে মূল ভর্তি পরীক্ষার আগে আর কোনো ফি দিতে হবে না। প্রথম ধাপের প্রাক-নির্বাচনী পরীক্ষা ২০২৫ সালের ২৩ জানুয়ারি ও চূড়ান্ত পরীক্ষা ১৩ ফেব্রম্নয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উলেস্নখ্য, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বুয়েট ভর্তির ওয়েবসাইট (যঃঃঢ়://ঁমধফসরংংরড়হ.নঁবঃ.ধপ.নফ)-এর মাধ্যমে বিস্তারিত তথ্য জানতে পারবেন।