মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

জবিতে ফ্যাক্ট চেক বিষয়ক কর্মশালা

শিক্ষা জগৎ ডেস্ক
  ০১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
জবিতে ফ্যাক্ট চেক বিষয়ক কর্মশালা
জবিতে ফ্যাক্ট চেক বিষয়ক কর্মশালা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) 'সিটিজেন জার্নালিজমের মাধ্যমে ডিসইনফরমেশনের বিরুদ্ধে প্রতিরোধ ২.০' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ২৮ নভেম্বর দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালাটি আয়োজন করেছে নাগরিক সাংবাদিকতা বিষয়ক প্রতিষ্ঠান ভয়েস ফর ভয়েসলেস২৪। এতে যমুনা টেলিভিশনের প্রতিবেদক ও উপস্থাপক মহিউদ্দিন মধু এবং এএফপির বাংলাদেশ বু্যরোর ফ্যাক্ট চেক টিমের এডিটর কদরউদ্দিন শিশির ট্রেইনার হিসেবে সেশন পরিচালনা করেন।

কর্মশালা শেষে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. আশরাফুল আলম শিক্ষার্থীদের সামনে ডিজিটাল মিডিয়া লিটারেসি এবং অ্যাডভোকেসির গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মেহেনাজ হক এবং প্রভাষক এস কে আবু রাইহান সিদ্দিকী এবং কামনা আক্তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে