শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৯ নভেম্বর ২০২৪, ০০:০০
কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড
কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩১ জন শিক্ষক ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছেন। ২০২৩ সালে হাই ইম্প্যাক্ট জার্নালে রিসার্চ পেপার প্রকাশের জন্য উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির (সিএএসআর) সুপারিশক্রমে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ২৭ নভেম্বর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের মধ্যে এই অ্যাওয়ার্ড প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ হারুনুর রশীদ, ইইই অনুষদের ডিন প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাহিদুল ইসলাম, সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. মোহা. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, রেজিস্ট্রার, দপ্তর ও শাখা প্রধানরাসহ শিক্ষক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে