শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

নোবিপ্রবিতে সেমিনার অনুষ্ঠিত

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৯ নভেম্বর ২০২৪, ০০:০০
নোবিপ্রবিতে সেমিনার অনুষ্ঠিত
নোবিপ্রবিতে সেমিনার অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) 'কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ২৭ নভেম্বর এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। নোবিপ্রবি মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার (প্রশাসনিক) ড. মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন ও প্রক্টর এ এফ এম আরিফুর রহমান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান জোবেদা খাতুন, প্রভাষক মো. আশিকুর রহমান ও লিজা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক জি এম রাকিবুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে