শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র

মনিরুল হক রনি, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
  ২৯ নভেম্বর ২০২৪, ০০:০০
একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র
একাদশ শ্রেণির সমাজকর্ম প্রথমপত্র

১৯. নিচের কোনটি সমাজের সার্বিক উন্নয়ন ব্যাহত করে?

ক) নৈতিক অবক্ষয় খ) অর্থনৈতিক অনগ্রসরতা

গ) সামাজিক অবক্ষয় ঘ) মূল্যবোধের অবক্ষয়

উত্তর : খ) অর্থনৈতিক অনগ্রসরতা

২০. সমাজকর্ম সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল বা সমষ্টিকে কোন ক্ষেত্রে সহায়তা করে থাকে?

ক) অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে খ) মনোবল সৃষ্টিতে

গ) সামাজিকীকরণে ঘ) সমস্যা সমাধানে সক্ষম করে তুলতে

উত্তর : ঘ) সমস্যা সমাধানে সক্ষম করে তুলতে

২১. সমাজকর্মের পরিধি কেমন?

ক) সংকীর্ণ খ) ব্যাপক ও বিস্তৃত

গ) চাহিদামাফিক ঘ) কোনোটিই নয়

উত্তর :খ) ব্যাপক ও বিস্তৃত

২২. সমাজকর্ম একটি-

র) কলা রর) বিজ্ঞান ররর) ব্যবসায়

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ক) র ও রর

২৩. সমাজকর্ম কীভাবে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে সহায়তা করে?

ক) বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে

খ) অর্থ সরবরাহের ব্যবস্থা করে

গ) শিক্ষা বিস্তারের মাধ্যমে

ঘ) বিভিন্ন পরামর্শ প্রদান করে

উত্তর :ক) বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে

২৪. নিচের কোনটি সমাজকর্মের পরিধিভুক্ত?

ক) মানসিক স্বাস্থ্যসেবা

খ) শারীরিক স্বাস্থ্যসেবা

গ) বস্তুগত সেবা

ঘ) আর্থিক সেবা

উত্তর :ক) মানসিক স্বাস্থ্যসেবা

২৫. সমাজকর্মের লক্ষ্য-উদ্দেশ্য নির্ধারণে কত সালে ঘঅঝড কর্তৃক প্রকাশিত বিষয়গুলোকে প্রাসঙ্গিক হিসেবে বিবেচনা করা হয়?

ক) ১৯৮০ সালে খ) ১৯৮১ সালে

গ) ১৯৮৫ সালে ঘ) ১৯৯০ সালে

উত্তর : খ) ১৯৮১ সালে

২৬. সামাজিক নিরাপত্তা ব্যবস্থা কোন ধরনের কার্যক্রম?

ক) প্রতিরোধমূলক খ) উন্নয়নমূলক

গ) সংশোধনমূলক ঘ) প্রতিরোধমূলক

উত্তর :খ) উন্নয়নমূলক

২৭. সামাজিক উন্নয়নের পূর্বশর্ত কী?

ক) সামাজিক সচেতনতা সৃষ্টি খ) অর্থনৈতিক উন্নয়ন

গ) অবহেলিত শ্রেণির স্বার্থ সংরক্ষণ ঘ) মানবাধিকার নিশ্চিতকরণ

উত্তর : ক) সামাজিক সচেতনতা সৃষ্টি

২৮. সমাজকর্মের উদ্দেশ্য হলো-

র) সামাজিক ভূমিকা পালন ক্ষমতার উন্নয়ন

রর) সকল মানুষের সামগ্রিক কল্যাণ

ররর) সম্পদের সদ্ব্যবহার

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ঘ) র, রর ও ররর

২৯.'সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্কবিষয়ক একটি পেশাদার সেবা কর্ম।'- উক্তিটি কার?

ক) ডবিস্নউ এ ফ্রিডল্যান্ডার খ) স্কিডমোডর ও থ্যাকারি

গ) বি ডবিস্নউ শেফার ঘ) আরমান্ডো মরেলেস

উত্তর :ক) ডবিস্নউ এ ফ্রিডল্যান্ডার

নিচের উদ্দীপকটি পড়ে ৩০ ও ৩১নং প্রশ্নের উত্তর দাও।

'তারুণ্যের আলো' সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে। সমাজের প্রতিটি শিশু যাতে শিক্ষার আলোয় আলোকিত হয়ে সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারে সেটিই এর প্রধান লক্ষ্য। এ ছাড়া সংগঠনটি মানুষের মৌল মানবিক চাহিদা পূরণসহ সমাজের ইতিবাচক পরিবর্তন আনয়নে প্রয়াসী।

৩০. উদ্দীপকে উলিস্নখিত সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে মিল রয়েছে কোন বিষয়ের?

ক) সমাজবিজ্ঞানের খ) সমাজকর্মের

গ) মনোবিজ্ঞানের ঘ) অর্থনীতির

উত্তর :খ) সমাজকর্মের

৩১. উক্ত সংগঠনটি কাজ করছে-

র) দক্ষ মানবসম্পদ তৈরিতে

রর) মৌল মানবিক চাহিদা পূরণে

ররর) সামাজিক অবকাঠামোগত উন্নয়নে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ক) র ও রর

৩২. একটি দেশের সার্বিক সামাজিক উন্নয়নের অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে কোনটিকে বিবেচনা করা হয়?

ক) ধর্মহীনতা খ) নিরক্ষরতা

গ) নারীর নির্ভরশীলতা ঘ) কুসংস্কার

উত্তর : খ) নিরক্ষরতা

৩৩. সমাজকর্ম কাদের স্বার্থ সংরক্ষণে অধিক তৎপর?

ক) অক্ষম জনগোষ্ঠীর খ) নিম্নশ্রেণির জনগোষ্ঠীর

গ) প্রভাবশালী জনগোষ্ঠীর ঘ) বঞ্চিত ও অবহেলিত জনগোষ্ঠীর

উত্তর : ঘ) বঞ্চিত ও অবহেলিত জনগোষ্ঠীর

৩৪. সমস্যা সমাধান প্রক্রিয়া হিসেবে সমাজকর্ম একটি-

র) অর্থনৈতিক প্রক্রিয়া

রর) বৈজ্ঞানিক প্রক্রিয়া

ররর) প্রাকৃতিক প্রক্রিয়া

নিচের কোনটি সঠিক?

ক) র খ) রর গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : খ) রর

৩৫. সনাতন সমাজকল্যাণের পরিশীলিত রূপ কোনটি?

ক) ঐতিহ্যবাহী সমাজকল্যাণ খ) সমাজকর্ম

গ) শিল্প সমাজকল্যাণ ঘ) সমাজবিজ্ঞান

উত্তর :খ) সমাজকর্ম

৩৬. সমাজকর্মের সাধারণ বৈশিষ্ট্য হলো-

র) সক্ষমকারী পেশা

রর) সাহায্যকারী পেশা

ররর) সমস্যা সমাধান প্রক্রিয়া

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর :ঘ) র, রর ও ররর

৩৭. 'ওহঃৎড়ফঁপঃরড়হ :ড় ঝড়পরধষ ডড়ৎশ' গ্রন্থের লেখক কে?

ক) ডবিস্নউ এ ফ্রিডল্যান্ডার খ) স্কিডমোডর ও থ্যাকারি

গ) রবার্ট এল বার্কার ঘ) মোরেলেস ও শেফার

উত্তর :খ) স্কিডমোডর ও থ্যাকারি

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে