জানার আছে অনেক কিছু

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
জাসিন্ডা আরডার্ন
প্রশ্ন :হোমার সিম্পসন কোন ব্র্যান্ডের বিয়ার পান করেন? উত্তর :ডাফ বিয়ার। প্রশ্ন :কোন কিংবদন্তি পরাবাস্তববাদী শিল্পী গলানো ঘড়ি আঁকার জন্য বিখ্যাত? উত্তর :সালভাদর দালি। প্রশ্ন :আমাদের সৌরজগতের একমাত্র কোন গ্রহের নাম রোমান বা গ্রিক দেবতার নামে নেই? উত্তর :পৃথিবী। প্রশ্ন :কোন ফুটবল ক্লাব লফটাস রোডে তার হোম গেম খেলে? উত্তর :কুইন্স পার্ক রেঞ্জার্স। প্রশ্ন :জাসিন্ডা আরডার্ন ২০১৭ সালে কোন দেশের প্রধানমন্ত্রী হন? উত্তর :নিউজিল্যান্ড। প্রশ্ন :কনটিনেন্টাল ইউনাইটেড স্টেটে ৪টি টাইম জোন আছে সেগুলো হলো- উত্তর :প্রশান্ত মহাসাগর, পর্বত, মধ্য, পূর্ব। প্রশ্ন :প্রাপ্তবয়স্কদের গড় কয়টি আক্কেল দাঁত থাকে? উত্তর :চারটি। প্রশ্ন :১৯৩০ সালের আগে তুর্কি শহর ইস্তাম্বুলকে কী বলা হতো? উত্তর :কনস্টান্টিনোপল। প্রশ্ন :অলিম্পিক প্রতীক কতটি রিং দিয়ে গঠিত? উত্তর :পাঁচটি। প্রশ্ন :দ্য কিলারস ব্যান্ডের উদ্ভব মার্কিন যুক্তরাষ্ট্রের কোন শহর থেকে? উত্তর :লাস ভেগাস। প্রশ্ন :জনসংখ্যার ভিত্তিতে আফ্রিকার বৃহত্তম শহরের নাম কি? উত্তর :লাগোস, নাইজেরিয়া। প্রশ্ন :কোন সালে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেনের কাছ থেকে তার স্বাধীনতা ঘোষণা করে? উত্তর :১৭৭৬ সালে। প্রশ্ন :কোন দেশ 'উদীয়মান সূর্যের দেশ' নামে পরিচিত? উত্তর :জাপান। প্রশ্ন :মেক্সিকোর রাজধানী শহরের নাম কী? উত্তর : মেক্সিকো সিটি। প্রশ্ন :কোপাকাবানা সমুদ্র সৈকত কোন শহরে অবস্থিত? উত্তর :রিও ডি জেনিরো। প্রশ্ন :ইউএস সিটকম ফ্রেন্ডসের কফি শপের নাম কী? উত্তর :সেন্ট্রাল পারক। প্রশ্ন :লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত 'দ্য বিচ' কোন দেশে সেট করা হয়েছে? উত্তর :থাইল্যান্ড।