যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সপ্তাহব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ সমাপ্ত হয়েছে। যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে ২৫ নভেম্বর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে এ প্রতিযোগিতার সমাপ্ত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ শিরোনামে এ প্রতিযোগিতার আয়োজন করে যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, প্রক্টর ড. মো. আমজাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে যবিপ্রবির সহযোগী অধ্যাপক ড. মো. সাইদুজ্জামান ও ড. সুমন চন্দ্র মোহন্ত; সহকারী অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, কিশোর কুমার সরকার, ড. মো. সাব্বির হোসাইন, আল-ওয়ালিদ, অনুশ্রী বিশ্বাস; প্রভাষক কুলসুমা আক্তার, মো. শাহনূর রহমান, মাহমুদুর রহমান সিয়াম, আসিফ আব্দুলস্নাহ, মো. আশরাফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।