প্রশ্ন :বিশ্ব স্কাউটিং আন্দোলন কে প্রতিষ্ঠা করেন?
উত্তর :রবার্ট ব্যাডেন-পাওয়েল
প্রশ্ন :মাটির পৃষ্ঠে কোন টেনিস গ্র্যান্ড স্স্নাম খেলা হয়?
উত্তর :ফ্রেঞ্চ ওপেন (রোল্যান্ড গ্যারোস)।
প্রশ্ন :কোন ইউরোপীয় দেশে আপনি জরলশং সঁংবঁস পাবেন?
উত্তর :নেদারল্যান্ডস।
প্রশ্ন :ফ্রাঞ্জ জোসেফ স্ট্রস বিমানবন্দর কোন দেশে অবস্থিত?
উত্তর :জার্মানি।
প্রশ্ন :আল পাচিনো এবং রবার্ট ডি নিরো একসঙ্গে কয়টি ছবিতে অভিনয় করেছেন?
উত্তর :চারটি (দ্য গডফাদার পার্ট ২, হিট, রাইটাস কিল, দ্য আইরিশম্যান)।
প্রশ্ন :ফ্রান্সে বাস্তিল দিবস কত তারিখে পালিত হয়?
উত্তর :১৪ জুলাই।
প্রশ্ন :বিশ্বের বৃহত্তম সরীসৃপের নাম কী?
উত্তর :লবণাক্ত পানির কুমির।
প্রশ্ন :ইউরোপীয় ইউনিয়ন (ঊট) কত সালে গঠিত হয়?
উত্তর :১৯৯৩ সালে।
প্রশ্ন :বিশ্বের সবচেয়ে বেশি সোনা উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর :চীন।
প্রশ্ন :গ্রিসের রাজধানী শহর নাম কি?
উত্তর :এথেন্স।
প্রশ্ন :১৯৯০ সালে পরিবর্তিত হওয়ার আগে স্নিকার্স বারের পুরনো নাম কী ছিল?
উত্তর :ম্যারাথন।
প্রশ্ন :১৯৯৭ সালে কোন প্রাক্তন ব্রিটিশ উপনিবেশ চীনকে ফিরিয়ে দেওয়া হয়েছিল?
উত্তর :হংকং।
প্রশ্ন :দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের রাষ্ট্রপ্রধান কে ছিলেন?
উত্তর :সম্রাট হিরোহিতো (ঊসঢ়বৎড়ৎ ঐরৎড়যরঃড়)।
প্রশ্ন :কোন উপাদানটি হাড়কে মজবুত রাখে?
উত্তর :ক্যালসিয়াম।
প্রশ্ন :আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি?
উত্তর :বুধ।
প্রশ্ন :ক্যালেডোনিয়া কোন আধুনিক দেশের রোমান নাম ছিল?
উত্তর :স্কটল্যান্ড।
প্রশ্ন :গন গার্ল এবং শার্প অবজেক্টস উপন্যাস কে লিখেছেন?
উত্তর :জিলিয়ান ফ্লিন।