শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৭ নভেম্বর ২০২৪, ০০:০০
জানার আছে অনেক কিছু
ব্যাংক অফ ইংল্যান্ড

প্রশ্ন :শেক্সপিয়রের ওথেলো নাটকের প্রধান প্রতিপক্ষের নাম কী?

উত্তর :ইয়াগো।

প্রশ্ন :জর্জ অরওয়ালের মতে, কে আমাদের দেখছে?

উত্তর : বড় ভাই।

প্রশ্ন :পর্যায় সারণিতে রাসায়নিক চিহ্ন ঝহ দ্বারা কোন উপাদানকে চিহ্নিত করা হয়?

উত্তর :টিন।

প্রশ্ন :গ্রিক পুরাণে ডানাওয়ালা ঘোড়ার নাম কী?

উত্তর :পেগাসাস।

প্রশ্ন :হেনরি অষ্টমের কতজন স্ত্রীকে ক্যাথরিন বলা হতো?

উত্তর :৩ জন।

প্রশ্ন :২০২১ সালে যুক্তরাজ্যে সবচেয়ে জনপ্রিয় মেয়েদের নাম কী ছিল?

উত্তর :অলিভিয়া।

প্রশ্ন :গবঃধ চষধঃভড়ৎসং ওহপ পূর্বে কী নামে পরিচিত ছিল?

উত্তর :ঋধপবনড়ড়শ.

প্রশ্ন :রবার্ট রেডফোর্ড এবং ডাস্টিন হফম্যান অভিনীত ওয়াটারগেট কেলেঙ্কারি নিয়ে ১৯৭৬ সালের চলচ্চিত্রের নাম কী?

উত্তর :সমস্ত রাষ্ট্রপতির পুরুষ।

প্রশ্ন :কোন সংস্থা ইউকেতে সুদের হার নির্ধারণ করে?

উত্তর :ব্যাংক অফ ইংল্যান্ড (ইধহশ ড়ভ ঊহমষধহফ)।

প্রশ্ন :মার্ক ল্যামারের পর কোন কমেডিয়ান নেভার মাইন্ড দ্য বাজককসের দ্বিতীয় স্থায়ী হোস্ট ছিলেন?

উত্তর :সাইমন অ্যামস্টেল

প্রশ্ন :আপনার শরীরের কোন অংশে আপনি ক্রুসিয়েট লিগামেন্ট পাবেন?

উত্তর :হাঁটু

প্রশ্ন :পাইরোফোবিয়া কিসের ভয়?

উত্তর :ফায়ার

প্রশ্ন :কোন জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজি ওয়ার্ল্ড অ্যাট ওয়ার এবং বস্ন্যাক অপস সাবটাইটেলসহ গেম প্রকাশ করেছে?

উত্তর :কল অব ডিউটি

প্রশ্ন :ন্যাশভিল শহরটি মার্কিন যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে?

উত্তর :টেনেসি

প্রশ্ন :ট্রেন্ট রেজনর ১৯৮৮ সালে কোন রক ব্যান্ড প্রতিষ্ঠা করেছিলেন?

উত্তর :নাইন ইঞ্চি নখ (নাইন ইঞ্চি পেরেক)।

প্রশ্ন :সুরিনাম কোন মহাদেশে অবস্থিত?

উত্তর :দক্ষিণ আমেরিকা।

প্রশ্ন :ডেনমার্কের মুদ্রা কী?

উত্তর :ক্রোন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে