অধ্যায়-৯
প্রশ্ন: কোনো বস্তুকে গতিশীল করলে তার ভিতরে কোন শক্তি সৃষ্টি হয়?
উত্তর: গতিশক্তি।
প্রশ্ন: কার ধ্বংস বা সৃষ্টি নেই?
উত্তর: শক্তির
প্রশ্ন: পেট্রোল, ডিজেল অথবা গ্যাসে কোন ধরনের শক্তি সঞ্চিত থাকে?
উত্তর: রাসায়নিক শক্তি।
প্রশ্ন: জলবিদু্যৎ কেন্দ্র কোন শক্তি ব্যবহার করে বিদু্যৎ তৈরি করে?
উত্তর: স্থিতিশক্তি।
প্রশ্ন: জুল কিসের একক?
উত্তর: শক্তির একক।
প্রশ্ন: বৈদু্যতিক ক্ষমতার একক কী?
উত্তর: ওয়াট।
প্রশ্ন:বৈদু্যতিক শক্তি সঞ্চালনে প্রয়োজন হয় কোনটি?
উত্তর: হাই ভোল্টেজ বৈদু্যতিক সঞ্চালন লাইন।
প্রশ্ন:সবচেয়ে পরিচিত এবং ব্যবহৃত শক্তির নাম কী?
উত্তর: বিদু্যৎশক্তি।
প্রশ্ন: ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ সূত্র কোনটি?
উত্তর: ভর-শক্তি সমতা নীতি (ঊ = সপ্ব২)।
প্রশ্ন: ভর-শক্তি সমতা নীতির ধারণা দেন কে?
উত্তর: বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন।
প্রশ্ন:সূর্যের মধ্যে কোন নীতিতে শক্তি উৎপাদন হয়?
উত্তর: ভর-শক্তি সমতা নীতি।
প্রশ্ন: কে ৫ বিলিয়ন বছর ধরে শক্তি দিচ্ছে?
উত্তর: সূর্য।
প্রশ্ন: মাধ্যাকর্ষণ বল কাকে বলে?
উত্তর: পৃথিবী কোনো বস্তুকে যে বলে তার নিজের দিকে টেনে রাখে সেই বলকে মাধ্যাকর্ষণ বল বলে।
প্রশ্ন: প্যারাসুট কী?
উত্তর: বায়ুর ঘর্ষণ বলকে কাজে লাগিয়ে উপর হতে নিরাপদে নামার কাজে ব্যবহৃত এক প্রকার ছাতাই প্যারাসুট।
প্রশ্ন: শক্তি কাকে বলে?
উত্তর: কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।
প্রশ্ন: ক্ষমতা কাকে বলে?
উত্তর: কোনো বস্তুর একক সময়ে যে কাজ করে তাকে ঐ বস্তুর ক্ষমতা বলে।
প্রশ্ন: গতিশক্তি কাকে বলে?
উত্তর: কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে।
প্রশ্ন: স্থিতিশক্তি কী?
উত্তর: বস্তু তার নিজস্ব অবস্থানের জন্য যে শক্তি অর্জন করে তাই স্থিতিশক্তি।
প্রশ্ন: বল প্রয়োগে ত্বরণ সৃষ্টি হয়- ব্যাখ্যা কর।
উত্তর: বল এমন এক বাহ্যিক প্রভাব যা বস্তুর গতির পরিবর্তন করে। অর্থাৎ গতিশীল বস্তুকে আরো গতিশীল করে বা স্থির বস্তুকে চলতে শুরু করায়। অন্যদিকে ত্বরণ হলো কোনো বস্তুর গতি পরিবর্তনের হার। সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনই ত্বরণ। সুতরাং বস্তুর উপর বল প্রয়োগে বস্তুর গতিবেগ হ্রাস-বৃদ্ধি হয় সে সাথে ত্বরণেরও হ্রাস-বৃদ্ধি হয়।
প্রশ্ন: দৈনন্দিন জীবনে বলের ব্যবহার লিখ।
উত্তর: আমরা দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে বল ব্যবহার করে থাকি-
১. রড বাঁকা বা সোজা করতে বল প্রয়োজন।
২. স্প্রিংকে লম্বা করতে বল ব্যবহৃত হয়।
৩. তারকে পঁ্যাচাতে বা প্যাঁচানো তারকে সোজা করতে বল প্রয়োজন।
৪. সাইকেল চালাতে বল ব্যবহৃত হয়।
৫. সিঁড়ি বেয়ে উপরে উঠতে বলের ব্যবহার হয়।
৬. মালামাল পরিবহন করতে বল প্রয়োজন হয়।
এছাড়াও আরও অনেক কিছুতেই প্রতিনিয়ত বলের ব্যবহার হচ্ছে।
প্রশ্ন: বল প্রয়োগে বস্তুর কী কী ধরনের পরিবর্তন হয়?
উত্তর: বল প্রয়োগে বস্তুর নিম্নোক্ত পরিবর্তনগুলো হতে পারে-
১. স্থির বস্তু গতিশীল হয় বা হতে চায়।
২. গতিশীল বস্তুর গতির পরিবর্তন হয় বা হতে চায়।
৩. গতিশীল বস্তুর গতির দিক পরিবর্তন হয় বা হতে চায়।
৪. বস্তুর আকার ও আয়তন পরিবর্তন হতে পারে।
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়