প্রশ্ন :পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা কোনটি?
উত্তর র্:যাডক্লিফ লাইন
প্রশ্ন :ঘঝঅউঅছ, ঋঞঝঊ, ঘওককঊও, ঐঅঘএঝঅঘএ-এগুলো দ্বারা কি বোঝায়?
উত্তর :বিশ্বের কতগুলো শেয়ার বাজারের নাম-
প্রশ্ন : কোনটি পৃথিবীর উচ্চতম জলপ্রপাত?
উত্তর :ভিক্টোরিয়া
প্রশ্ন :কত হাজার বৎসর পূর্বে অস্ট্রেলিয়াতে অ্যাব্রোজিনালরা বসবাস শুরু করে?
উত্তর : ৪০০০০
প্রশ্ন : 'এঞ্জেলা' জলপ্রপাতটি কোন দেশে অবস্থিত?
উত্তর : ভেনিজুয়েলা
প্রশ্ন : মিনাংগকাবাউ জনগোষ্ঠী কোন দেশে বসবাস করে?
উত্তর : ইন্দোনেশিয়া
প্রশ্ন : পৃথিবীর দীর্ঘতম নীলনদ কয়টি দেশে প্রবাহিত হয়?
উত্তর : দশটি
প্রশ্ন :কোন দেশের সংবিধানে লেখা আছে 'ঞযব শরহম পধহ ফড় হড় ৎিড়হম্থ-
উত্তর : যুক্তরাজ্য
প্রশ্ন : বিশ্বের আত্মহত্যার সর্বোচ্চ হার কোন দেশে?
উত্তর : শ্রীলংকা
প্রশ্ন : জিব্রাল্টার প্রণালি কোন কোন দেশকে পৃথক করেছে?
উত্তর : মরক্কো ও স্পেন
প্রশ্ন : পৌরাণিক ট্রয় নগরী বর্তমানে কোন দেশে অবস্থিত?
উত্তর : তুরস্ক
প্রশ্ন :হোয়াংহো নদী কোথায় অবস্থিত? উত্তর :চীন
প্রশ্ন :বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনটি?
উত্তর :লুক্সেমবার্গ
প্রশ্ন :টঝঅ-কে 'স্ট্যাচু অব লিবার্টি' কোন দেশ উপহার দেয়?
উত্তর :ফ্রান্স
প্রশ্ন :গ্যালাপাগোস-দ্বীপপুঞ্জ যে দেশের অন্তর্ভুক্ত সেই দেশের রাজধানীর নাম কি?
উত্তর :কিটো
প্রশ্ন :আয়তনে বৃহত্তম মহাসাগর কোনটি?
উত্তর :প্রশান্ত
প্রশ্ন :বিশ্বে সবেচেয় বেশি আয়ুর দেশ কোনটি?
উত্তর :জাপান
প্রশ্ন :'বেরিং প্রণালি' কোন দুটি মহাদেশকে পৃথক করেছে?
উত্তর : আমেরিকা ও এশিয়া।
প্রশ্ন : সর্ব প্রথম কোন বিদেশি মিশনে বাংলাদেশ পতাকা উত্তোলিত হয়?
উত্তর : কলকাতা
প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধের জন্য 'বীর প্রতীক' উপাধী পায় কতজন?
উত্তর : ৪২৬
প্রশ্ন : বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর : সোনারগাঁও
প্রশ্ন :প্রথম বাঙালি মুসলমান কবি কে?
উত্তর : শাহ্ মু. সগীর